নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাবুবাজার এলাকায় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কনডম রি-প্যাকিং কারখানায় যৌথ অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি’) পুলিশ ওষুধ প্রশাসন অধিদপ্তর।
শনিবার (১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে এ অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক বলেন, বাবুবাজারের আবদুল আলিম মার্কেটে একটি কারখানায় আজ দুপুর আড়াইটা থেকে ডিবি পুলিশ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযান চলছে। অভিযানে দেখা গেছে কারখানাটিতে নকল প্রেগন্যান্সি স্ট্রিপ তৈরি করা হতো। এ ছাড়া খোলা বাজারের কনডম এখানে প্যাকেটজাত করা হতো। অভিযানে বিপুল পরিমাণে নকল প্রেগন্যান্সি স্ট্রিট ও খোলা বাজারের কনডম জব্দ করা হয়েছে।
তিনি বলেন, মার্কেটের নাঈম ফার্মেসি, শাকিল ব্রাদার্স, সাহরা ড্রাগস, রাজীব এন্টারপ্রাইজ, আল আকসা মেডিসিন ও আলাউদ্দিন মেডিসিন নামের দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’