‘ভারত বিরোধিতা করেই কাছে যেতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পর বিএনপি তার আন্তর্জাতিক কূটনীতি কৌশল পরিবর্তন করেছে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর প্রিয়ভাজন হওয়ার জন্য বিএনপি নিরন্তর চেষ্টা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একান্ত বাধ্যগত অনুগত রাজনৈতিক দল হিসেবেই তারা কাজ করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ বিচারে দেখা গেছে যে, সঙ্কটে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকেননি। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যা বলে সেটাই যে শেষ কথা নয়, এটা বিএনপি নেতারা হারে হারেই বুঝেছেন। আর এই কারণেই নির্বাচনের পরপরই তারা কৌশল পরিবর্তন করেছে।’

এখন বিএনপির কূটনীতি ভারতমুখী। তবে ভারতমুখী করতে গিয়ে তারা ভারতের তোষণ নীতি গ্রহণ করেনি। বরং আশির দশকে বিএনপি যে ধারায় আন্তর্জাতিক কূটনীতি করেছে, সেই ধারায় ফিরে গেছে দীর্ঘ ১৫ বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা দলটি। বিএনপির নেতারা এখন প্রায় সবাই প্রকাশ্যে ভারত বিরোধিতা করছে, তীব্র ভাষায় ভারতের সমালোচনা করছে। মঈন খান থেকে শুরু করে রুহুল কবির রিজভী প্রত্যেকেই গত এক সপ্তাহে কোনো না কোনো ফোরামে ভারতের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং বিএনপির নেতারা সুস্পষ্টভাবে বলছেন যে, ভারতের জন্যই সরকার ক্ষমতায় টিকে আছে এবং নির্বাচন না করেই অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে।’

বিএনপির এই ভারত বিরোধিতা কৌশলগত বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ২৪ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বেশ কয়েকজন বিএনপি নেতা ভারতীয় আমন্ত্রণে রিসেপশনে গিয়েছিল এবং সেখানে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে তারা সখ্যতা তৈরিও চেষ্টা করেছে। প্রকাশ্যে তারা ভারত বিরোধিতার কথা বলছে। অন্যদিকে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির জন্য তারা চেষ্টা করছে। এটিকে কূটনীতিক ভাষায় বলে, প্রেসার ডিপ্লোমেসি। একদিকে ভারতকে তারা বোঝাতে চাচ্ছে যে, শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশে ভারতবিরোধী জিকির উঠবে এবং জনগণ ভারতবিরোধী হয়ে যাবে। আর এ কারণেই তারা সবগুলো ডিম যেন একপাত্রে না রাখে সেজন্য ভারতকে সতর্ক করেছে। এই কূটনীতিক কৌশল বিএনপি গ্রহণ করেছিল আশির দশকে। সেই সময় সামরিক একনায়ক জিয়াউর রহমান প্রকাশ্যে ভারত বিরোধিতা করতেন এবং ভারতকে তিনি বোঝানোর চেষ্টা করতেন যে, শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই বাংলাদেশে ভারতের স্বার্থ সংরক্ষিত হবে না। এজন্য সকল পক্ষের সঙ্গে সম্পর্ক করতে হবে ভারতকে। আর এর ফলে ৯০ এর দশকে বাংলাদেশ কূটনীতির পরিবর্তন করেছিল নট অল ফুডস ইন ওয়ান বাস্কেট; এই নীতি গ্রহণ করে। ভারত সকল দলের সঙ্গে এমনকী বাংলাদেশের জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিল। তবে সে অবস্থান থেকে এখন ভারত সরে এসেছে।’

২০০৮ এর নির্বাচনের পর ভারতের বাংলাদেশ নীতি এখন একমুখী। তারা আওয়ামী লীগের উপরে আস্থা রাখতে চায়। আর এ কারণেই ভারতকে চাপে ফেলার কৌশল গ্রহণ করেছে বিএনপি এবং তার মিত্ররা। বিএনপি তো শুধু মুখে ভারতের সমালোচনা করছে। বিএনপির যে মিত্র রাজনৈতিক দলগুলো আছে, নাগরিক ঐক্য এবং ডাকসুর সাবেক ভিপি নুরের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ভারতীয় পণ্য বর্জন, প্রকাশ্যে ভারতের কঠোর সমালোচনা করে একটি বার্তা দিতে চাইছে। তাদের লক্ষ্য খুব সুস্পষ্ট। বিএনপিসহ তার মিত্ররা ভারতকে বোঝাতে চাইছে যে, আওয়ামী লীগই বাংলাদেশে শেষ কথা নয়। এই ধারায় তারা বাংলাদেশে একটি ভারত বিরোধীতার আবহ তৈরি করতে চায়। যার ফলে ভারত তার নিজের স্বার্থের জন্যই যেন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা আপোস-সমঝোতা করে, এটাই তাদের এই কৌশলের লক্ষ্য। এখন দেখার বিষয় যে, বিএনপির এই কৌশলের ফলাফল কি হয়? জনগণ কি সত্যি সত্যি বিএনপির দ্বারা প্রভাবিত হয়ে ভারতবিরোধী অবস্থানে যাবে? এবং, ভারতও কি তাদের একক বন্ধুর অবস্থান থেকে সরে এসে সকল রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে? এটাই এখন দেখা বিষয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ দুইজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে

বেগম জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানোর পর আজ সোমবার স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় নিয়ে কেবিনে স্থানান্তর করেছে মেডিকেল বোর্ড। সোমবার (২৪ জুন’)

রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাসুল সাঃ এর  ব্যঙ্গচিত্র অঙ্কনে প্রতিবাদে যশোর শহরে মুফাসসির পরিষদের উদ্যোগে মাওলানা হাসান আল মামুন এর সঞ্চালনায়, ২৫ শে অক্টোবর (রবিবার)  সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তরুণীকে নিয়ে লাপাত্তা ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ফেনী সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়ের বাড়িতে বিয়ের দাবিতে হাজির হয়েছেন ঢাকার এক তরুণী। ঘটনা জানাজানি হলে ছাত্রলীগ নেতা বিজয়

আহত হাজারো ফিলিস্তিনি চিকিৎসার জন্য আসছে বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলের নিষ্ঠুর হামলার ফলে আহত হাজারো ফিলিস্তিনি নাগরিক চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ

ভর্তির পরও ফাঁকাই থেকে যাচ্ছে উচ্চমাধ্যমিকের ১৩ লাখ আসন 

নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চার ধাপে শিক্ষার্থী নির্বাচনের পর দেশের কলেজগুলোয় উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রায় ১৩ লাখ আসন ফাঁকাই থেকে যাচ্ছে। চলতি বছর বিভিন্ন