আপনার জানার ও বিনোদনের ঠিকানা

ভারতে ৮০০ বছরের পুরোনো মসজিদ বন্ধ ঘোষণা’

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সংশ্লিষ্ট একটি হিন্দু গোষ্ঠীর অভিযোগের পর বিজেপি-নিয়ন্ত্রিত মহারাষ্ট্র রাজ্য কর্তৃপক্ষ ভারতে ৮০০ বছরের পুরোনো ঐতিহাসিক একটি মসজিদ বন্ধ করে দিয়েছে।,
শনিবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার।
প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএস-সংশ্লিষ্ট এক হিন্দু গোষ্ঠীর অভিযোগের পর বিজেপি-নিয়ন্ত্রিত মহারাষ্ট্র রাজ্যের কর্তৃপক্ষ মুসলিম ইবাদতকারীদের জন্য ৮০০ বছরের পুরোনো একটি মসজিদ বন্ধ করে দিয়েছে। মসজিদটি মহরাষ্ট্রের জলগাঁওয়ে অবস্থিত।,
সংবাদমাধ্যমটি বলছে, কট্টরপন্থি সংগঠনের দায়ের করা অভিযোগের শুনানি করার সময় জেলা কালেক্টর আকস্মিকভাবেই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করেন এবং এতে করে জলগাঁওয়ের ঐতিহাসিক এই মসজিদটি হঠাৎ করেই মুসলিম সম্প্রদায়ের কাছে প্রবেশ-অযোগ্য হয়ে উঠেছে।
অন্তর্বর্তীকালীন ওই আদেশে জেলা কালেক্টর ওই এলাকায় পুলিশ মোতায়েন করারও নির্দেশ দিয়েছেন। ৮০০ বছরের পুরোনো এই মসজিদটিকে ‘বিতর্কিত’ হিসাবে আখ্যা দিয়ে তিনি তহসিলদারকে মসজিদের দায়িত্ব নিতে বলেন।,
দ্য ওয়্যার জানিয়েছে, কালেক্টরের আদেশ এবং তা পাস করার ক্ষমতা বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে। এরপরও জুম্মা মসজিদ ট্রাস্টের সদস্য আসলাম আশঙ্কা করছেন, অভূতপূর্ব এই আদেশটি রাজ্যের আট শতাব্দী প্রাচীন মসজিদকে ঘিরে সাম্প্রদায়িকতার সূচনা করেছে।
প্রাচীন এই মসজিদকে নিয়ে কোনো বিতর্ক না থাকলেও সম্প্রতি ‘পাণ্ডবওয়াদা সংঘর্ষ সমিতি’ নামে একটি অনিবন্ধিত সংগঠনের অভিযোগের কারণে মসজিদটি হঠাৎ করেই বিতর্কের জায়গা হয়ে ওঠে। অভিযোগকারী ব্যক্তির নাম প্রসাদ মধুসূদন ডান্ডাওয়াতে।
গত মে মাসের মাঝামাঝি সময়ে জলগাঁও জেলা কালেক্টর আমান মিত্তালের কাছে এই মসজিদ নিয়ে একটি আবেদন করেন তিনি। এছাড়া অভিযোগকারী ডান্ডাওয়াতে কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস এবং বজরং দলের সদস্য।,
অভিযোগে তিনি দাবি করেন, মসজিদটি একটি হিন্দু উপাসনালয়ের ওপরে তৈরি করা হয়েছিল এবং রাজ্য কর্তৃপক্ষের সেটি দখল করা উচিত। অভিযোগকারী আরও দাবি করেন, জুম্মা মসজিদ ট্রাস্ট জায়গাটি ‘অবৈধভাবে’ দখল করেছে’।
১৯৯২ সালে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পরে দেশটিতে পাস করা একটি আইনে পুরোনো স্থাপনা বা স্মৃতিস্তম্ভগুলোর ক্ষতি বা পুনরুদ্ধার নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে জুম্মা মসজিদ ট্রাস্টের সদস্যরা বলেছেন, তারা গত জুন মাসে একটি নোটিশ না পাওয়া পর্যন্ত এসব দাবি সম্পর্কে অবগত ছিলেন না। ট্রাস্ট কমিটির অন্যতম অ্যাডহক সদস্য আসলাম বলেছেন,কালেক্টর শুনানি পরিচালনা করছিলেন। আর সীমিত সময়ের মধ্যে আমাদেরকেও আমাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়। এবং গত ১১ জুলাই কালেক্টর নিষেধাজ্ঞার আদেশ দেন।’
সংবাদমাধ্যম বলছে, মসজিদের ট্রাস্ট কমিটির পাশাপাশি ওয়াকফ বোর্ড এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকেও (এএসআই) নোটিশ জারি করা হয়েছে। এএসআই মসজিদ ট্রাস্টের দাবিকে সমর্থন করে বলেছে, এটি একটি প্রাচীন কাঠামো। এতে বলা হয়, ১৯৮৬ সালে এএসআই এই স্থাপনার সঙ্গে জড়িত হওয়ার পর থেকে মসজিদে নামাজ আদায় করা হচ্ছে।
এএসআই আরও বলেছে, মসজিদটি প্রাচীনকাল থেকেই মুসলমানদের জন্য একটি উন্মুক্ত এবং প্রবেশযোগ্য স্থান। বোর্ডের সিইও মইন তহসিলদার বলেছেন, কালেক্টর যে নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন তা তার এখতিয়ারের বাইরে এবং এই ধরনের আদেশ ওয়াকফ ট্রাইব্যুনালের আইনি এখতিয়ারও লঙ্ঘন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক অতিবৃষ্টির কারণে ভূমিধস ও বন্যায় দক্ষিণ কোরিয়ায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ জুলাই) টানেলের নিচে আটকে পড়ে তাদের মৃত্যু হয়।

শাকিবের সাথে আমার ডিভোর্স এখনো হয়নি : বুবলী

ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি বলে জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। আজ (বুধবার) বেলা ১১টার দিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন

৮ দিনের রিমান্ডে ইমরান

দুর্নীতির মামলার গ্রেপ্তার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।  বুধবার রাজধানী

বাবরি মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ।

 মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ১৯৯২ সালের ডিসেম্বরে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছিল। ২৮ বছর পর সেই মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ। মসজিদ ধ্বংসের মামলার রায়

বৃষ্টিতে ভিজে দেওয়াল ধ্বস, মাটি চাপায় বাঁশখালীতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে অতি বৃষ্টির প্রভাবে বাড়ীর দেয়াল ধ্বসে পড়ে মুহাম্মদ মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার

অজু ছাড়া নামায গ্রহণযোগ্য নয়

ইসলামে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় ফরজ বা অবশ্যপালনীয় ইবাদত। যে কোনো ইবাদতের আগে অজু করা বাধ্যতামূলক। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অজুর তুলনা নেই। অজু