নিজস্ব প্রতিবেদক: ভালো কাজের প্রলোভনে মিথ্যা আশ্বাসে ভারতে পাচার হয়ে যাওয়া ১৩ বাংলাদেশি নারী, শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ১ থেকে ২ বছর পর দেশে ফিরেছে তারা। ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা ফেরেন দেশে।
মঙ্গলবার (৯ জুলাই’) বিকালে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৭জন কিশোরী ও পুরুষ শিশু রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি জানান, বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যায় তারা। পরে তাদের ঠাই হয় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে পাঠানো হয় শেল্টারহোমে ১ থেকে দুই বছর পর দু দেশের কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত পাঠানো হয বাংলাদেশে।
পরে বেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস এন্ড কেয়ারের মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান মহিলা আইনজীবী সমিতির প্রগ্রাম অফিসার রেখা বিশ্বাস।’