ভারতে খাওয়ার পানিতে মিলছে ইউরেনিয়াম!

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্র কিংবা বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে বহুল ব্যবহৃত ইউরেনিয়াম প্রকৃতিতে তেমন একটা পাওয়া যায় না। পাওয়া গেলেও তা সংগ্রহে বিভিন্ন দেশের সরকার কড়াকড়ি আরোপ করে। এই মৌলিক পদার্থই কিনা মিলছে পানিতে!

ভারতের ছত্তিশগড়ে এমনটাই দেখা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সম্প্রতি ছত্তিশগড়ের অন্তত ৬টি জেলার খাওয়ার পানিতে মিলেছে ইউরেনিয়াম। এতে যে মাত্রার ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে, তা মানুষের দেহের জন্য ক্ষতিকর। এসব পানি খেলে হতে পারে ক্যানসারের মতো জটিল রোগ।

এনডিটিভি বলছে, ছত্তিশগড়ের ৬ জেলার খাওয়ার পানিতে যে মাত্রায় ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া মানদণ্ডের প্রায় চারগুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি লিটার পানিতে ইউরেনিয়াম যদি ১৫ মাইক্রেোগ্রাম কিংবা তার বেশি থাকে তাহলে তা ক্ষতিকর। তবে ভারতে এই মানদণ্ড ৩০ মাইক্রোগ্রাম। ছত্তিশগড়ের ৬ জেলার খাওয়ার পানিতে ইউরেনিয়াম ভারতের মাত্রাকেও ছাড়িয়ে গেছে।

এ নিয়ে ২০১৭ সালেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল, ভারতের বিভিন্ন জায়গার পানিতে তাদের দেওয়া মানদণ্ডের প্রায় দ্বিগুণ ইউরেনিয়াম থাকতে পারে। এ নিয়ে ভারতে গবেষণা হচ্ছে কয়েক বছর ধরেই। তাতে এর প্রমাণও মিলছে।

গত জুনে একটি গবেষণা প্রকাশ করেছে ভারতের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তাতে পাওয়া যায়, ছত্তিশগড়ের ৬ জেলার খাওয়ার পানিতে প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রাম ইউরেনিয়াম রয়েছে।

এবার পরীক্ষা করে জানা গেল, ছত্তিশগড়ের দুর্গ, রাজনন্দগাঁও, কাঙ্কের, বেমেতারা, বালোদ ও কাওয়ার্ধা থেকে আনা খাওয়ার পানির নমুনা পরীক্ষায় প্রতি লিটারে ১০০ মাইক্রোগ্রামের বেশি ইউরেনিয়ামের মাত্রা পাওয়া গেছে। এই ফল দ্বিতীয়বার যাচাই করে রাজ্যটির জনস্বাস্থ্য বিভাগ। তাতেও এমন ফল পাওয়া যায়।

ছত্তিশগড়ের একটি গ্রামের প্রধান দানেশ্বর সিনহা বলেন, এই গ্রামে পানির আর কোনো উৎস নেই। একদিন আমরা জানতে পারলাম এতে নাকি ক্ষতিকর মাত্রায় ইউরেনিয়াম রয়েছে। শিক্ষার্থীরা গবেষণা করে এটি বের করেছে। এরপর পানির আরেকটি উৎস বের করা হয়েছে। কিন্তু তাতে ইউরেনিয়াম রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এই ৬ জেলার পানির নমুনা নিয়ে গবেষণা করেছে ভিলাই ইনস্টিটিউট অব টেকনোলজি। তারাও প্রতি লিটার পানিতে ৮৬ থেকে ১০৫ মাইক্রোগ্রাম ইউরেনিয়াম রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক: চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। সরকারি সম্পত্তি

ট্যাংকসহ নদীতে ডুবে ৫ ভারতীয় সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চীন সীমান্তবর্তী লাদাখে ট্যাংক দুর্ঘটনায় ৫ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি’) কাছে। স্থানীয়

সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন। শনিবার (১০

আওয়ামী লীগের ভবিষ্যৎ কী

বিশেষ প্রতিনিধি: ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ২০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে

সব কেন্দ্রে ভোটার আকাল পড়েছে 

সিরাজগঞ্জ প্রতিনিধি: তৃতীয় ধাপে বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের ১৬০টি কেন্দ্রের অধিকাংশ ভোটকেন্দ্রে চরম ভোটার আকাল লক্ষ করা গেছে। দুপুর