আপনার জানার ও বিনোদনের ঠিকানা

ভারতের ডুম্বুর বাঁধের উদ্দেশে লং মার্চ

নিজস্ব প্রতিবেদক: হাতে ও মাথায় জাতীয় পতাকা বেঁধে, ব্যানার নিয়ে পিকআপ ভ্যানে চড়ে লং মার্চ শুরু করেছেন সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের উদ্যোক্তারা। বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে’ ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে শুরু হয়েছে তাদের এই লংমার্চ।

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের নেতৃত্ব লংমার্চটি শুরু হয়।

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, এই গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ইনকিলাব ইনকিলাব’, ‘সোনিয়া আর গেরুয়া মোদি, গুম করেছে আমার নদী’, ‘খুনি ভারতের নদীর বাঁধ, বাংলাদেশের মরণফাঁদ’, ‘পদ্মা-তিস্তা-আবরার, যুদ্ধে ডাকে বারবার’, স্বর্ণ দাস মরলো কেন, খুনি ভারত জবাবে দে’, ‘ফেলানী ও স্বর্ণা দাস, কাঁটাতারে ঝুলছে লাশ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক সংগঠন বলে জানান এর উদ্যোক্তারা। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদকে রুখে দিতে ২০২৪ সালের ৬ আগস্ট এই সংগঠন প্রতিষ্ঠা করা হয় বলে তারা দাবি করেছেন। এর উদ্যোক্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান একদল শিক্ষার্থী।

সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। গত বুধবার (৪ সেপ্টেম্বর’) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করে তারা এই লংমার্চের ঘোষণা দিয়েছিলেন।

শুক্রবার লং মার্চে অংশ নিতে শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন। তাদের বহন করার জন্য ১০টি পিকআপ ভ্যান এসে অপেক্ষা করছিল। এরপর জড়ো হওয়ার ব্যক্তিরা এসব পিকআপে উঠে লংমার্চ শুরু করেন।’

লংমার্চের শুরুতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বলেন, গত ১৭ বছরে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছে। এই ফ্যাসিস্ট রাষ্ট্রের কারণে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। কিন্তু এখন আমাদের সামনে কোনও ফ্যাসিস্ট নাই। আমরা অবিলম্বে আন্তর্জাতিক নদীতে ভারতের দেওয়া অবৈধ সব বাঁধ ভেঙে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমরা এই দাবিতে আজ লংমার্চ আহ্বান করেছি। ভারতের সব ধরনের পানি সন্ত্রাস ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

এর আগে গত বুধবারের সংবাদ সম্মেলন লংমার্চের রুটগুলো তুলে ধরে ইনকিলাব মঞ্চ। সেখানে জানানো হয়, এই লং মার্চ সকাল ১০টায় যাত্রাবাড়ীর চৌরাস্তায় ও দুপুর ২টায় চান্দিনায় একটি পথসভা করবে। এরপর বিকাল ৪টায় কুমিল্লার টাউন হলে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনীতিতে আবার তৃতীয় ধারার আওয়াজ’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ বিএনপির বাইরে রাজনীতিতে একটি তৃতীয় শক্তি উত্থানের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো এবং বাংলাদেশের সুশীল সমাজের একাংশ। বিভিন্ন সময়

তিনি তো বলে যেতে পারতেন

ঠিকানা টিভি ডট প্রেস: ফুলবাড়ীয়ার ফিনিক্স রোড। পুলিশ হেডকোয়ার্টার। শীর্ষ কর্মকর্তারা উদ্বিগ্ন, ঘামছেন। বিশেষ টেলিফোনের পাশেই বসে আছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ৫ই আগস্ট

১ আনা ওজনের কানের দুল কেড়ে নিতেই ৫ বছর বয়সী শিশুকে হত্যা করেছে প্রতিবেশি মামা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামের ৫ বছর বয়সী শিশু ফাতেমার কানের ১ আনা ওজনের কানের দুল কেড়ে নিতেই হত্যা

বাজেট পাস আগামীকাল: থাকছে কালো টাকা সাদা করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক: এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রত্যাহার নিয়ে জল কম ঘোলা হয়নি। নানান জল্পনা-কল্পনা শেষে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে ৪০ শতাংশ কর বসানোর প্রস্তাব

তিনদিনে ভারতের ১৫ ওয়েবসাইট দখলে নিলেন বাংলাদেশি হ্যাকাররা

ঠিকানা টিভি ডট প্রেস: ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশ স্মরণকালের ভয়াবহতম বন্যার সম্মুখীন হওয়ার পর থেকে বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন

জয়পুরহাটে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা প্রতিষ্ঠাতা

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে একটি মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আজিজুল হক ফেন্সি (৫৭)