ভাই হত্যার প্রতিশোধ নিতে রনিকে খুন করেন ইসরাজুল

যশোর শহরতলীর চাচড়া বর্মন শ্মশানে রনি হত্যার ঘটনায় রিমান্ডে থাকা আসামি ইসরাজুল ইসলাম (২৫) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের আদেশে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ইসরাজুল ইসলাম হত্যার দ্বায় স্বীকার করেন। 

মঙ্গলবার (২৪ মে) সকালে বর্মন শ্মশানের পাশে মুক্তেশ্বরী ডোবার পানি থেকে হত্যায় ব্যবহৃত চাকু, দা, কুড়াল উদ্ধার করা হয়। ভাই হত্যার প্রতিশোধ নিতে রনিকে হত্যা করেন ইসরাজুল।

আসামি ইসরাজুল ইসলাম যশোর সদর উপজেলার নারায়ণপুর ভাতুড়িয়া গ্রামের নূর ইসলাম ওরফে নূর মোহরীর ছেলে। নিহত রনি হোসেন (২১) চাচড়া আশ্রয়ণ প্রকল্পের বাবর আলীর ছেলে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার জানান, গত বছরের ১ অক্টোবর সন্ধ্যায়  ইমরোজ হত্যা মামলার আসামি রনি হোসেনকে প্রতিবেশী রকি ও রবি বর্মন নামে দুই জন ডেকে নিয়ে যান। এরপর তাকে আর পাওয়া যায়নি। পরিবারের লোকজন নিখোঁজের জিডি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে চাচড়া বর্মন শ্মশানের পাশে মুক্তেশ্বরী নদীর ডোবায় নিখোঁজ রনি হোসেনের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। রকিকে গ্রেপ্তার করে জড়িতদের নাম-ঠিকানা পেয়ে নিহত রনি হোসেনের মা ছায়রা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।

ঘটনাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় পুলিশ সুপার মামলাটি জেলা গোয়েন্দা শাখার ওপর তদন্তভার ন্যাস্ত করেন। আত্মসমর্পণ করা মামলার প্রধান আসামি ইসরাজুল ইসলামকে আদালতের আদেশে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার দায় স্বীকার করেন। এ সময় তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার সকালে ঘটনাস্থল বর্মন শ্মশানের পাশে মুক্তেশ্বরী ডোবার পানি থেকে হত্যার কাজে ব্যবহৃত চাকু, দা, কুড়াল উদ্ধার করা হয়।

আসামি ইসরাজুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত রনি হোসেন স্থানীয় ইমরোজ হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামি ছিল। নিহত ইমরোজের ভাই ইসরাজুল ভাই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্থানীয় সহযোগীদের সহযোগিতায় গত বছরের ১ অক্টোবর বিকেলে মাদক খাওয়ার প্রলোভন দিয়ে বর্মন শ্মশানে ডেকে নিয়ে যায়। সেখানে রনিকে প্রথমে মাদক সেবন করায়। এরপর সন্ধ্যার পর ইসরাজুলের নেতৃত্বে ছয়জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রনি হোসেনকে হত্যা করে মরদেহ নদীর পানিতে ফেলে দেন।

ওসি আরও জানান, আসামি ইসরাজুলের স্বীকারোক্তি মতে একটি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল ও দুটি গাছি দা উদ্ধার করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাতভর নাটকীয়তা শেষে সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ্ধসহ রাতভর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে ধস

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে দীর্ঘ কয়েক মাস ধরে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে। বিদায়ী বছরের প্রথম ১১ মাসে এই দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ধস নেমেছে। বাংলাদেশের

‘বিএনএম ও সাকিব আল হাসানের ব্যাপারে মুখ খুললেন মেজর হাফিজ’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের বাসায় গিয়ে কিংস পার্টিতে যোগ দেওয়ার ফরম পূরণ করেছিলেন ক্রিকেটার সাকিব আল

সহজ শর্তে বিক্রি হবে সুমন-আরাফাত-ফেরদৌসসহ সাবেক ৪১ মন্ত্রী-এমপির গাড়ি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এমপিদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৪৪টি বিলাসবহুল গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত

শেখ হাসিনাকে ডুবিয়েছেন জয়-কাদেরদের ‘গ্যাং অব ফোর’

ঠিকানা টিভি ডট প্রেস: আমি আপনার সঙ্গে দেখা করতে পারব না’; আমি আত্মগোপনে আছি, ফোনে কথা বলতে পারি’; নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা

সহজ হচ্ছে পাসপোর্ট, নতুনদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে পাসপোর্ট নিয়ে হয়রানির অবসান ঘটাতে সুপারিশ করতে যাচ্ছে কমিটি। পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচিতি ও তথ্য যাচাই প্রতিবেদন)।