‘ব্যাংক খাতে বড় বিপর্যয়, নেপথ্যে যত কারণ’

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক দেয়ার পর থেকেই এই খাতের বড় বিপর্যয় শুরু হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। এছাড়া পরিচালকদের অনৈতিক চর্চা, লুটেরাদের দৌরাত্ম্য এবং নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতাও সমানভাবে দায়ী বলে মনে করেন তিনি। শনিবার (৩০ মার্চ’) সকালে এক ছায়া সংসদের আলোচনায় সালেহউদ্দিন আহমেদ বলেন, কেবল একীভূতকরণ নয়, সুশাসন ফেরাতে হলে হাত দিতে হবে সমস্যার মূলে।

অর্থনীতির আলোচনার পুরোটাই যেন এখন ব্যাংক খাত ঘিরে। সঙ্কট কাটাতে একের পর এক উদ্যোগ নেয়া হলেও তা বাস্তবায়নের আগেই হাজির হয় নতুন সমস্যা। ফলে একরকম অধরাই থেকে যাচ্ছে এই ব্যবস্থার কার্যকর উন্নয়ন। সম্প্রতি একীভূতকরণ নিয়েও শুরু হয়েছে নানামুখী সমালোচনা। যা জোরালোভাবে তুলে ধরলেন তরুণ বিতার্কিকরাও।

এক বিতার্কিক বলেন, এই নীতিমালা মূলধন বৃদ্ধি করবে। খেলাপি ঋণের হার কমাবে। সর্বোপরি, সুশাসন জোরদার করবে। আরেক বিতার্কিক বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবে আমাদের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ’) গণনায় তা ৩ লাখ ৭৭ হাজার কোটি টাকা।

পক্ষে-বিপক্ষের মতামত শেষে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক আসার পর থেকেই বড় বিপর্যয়ের শুরু। যা আরও ত্বরান্বিত হয়েছে পারিবারিক মালিকানা, লুটেরাদের দৌরাত্ম্য আর নিয়ন্ত্রক সংস্থার গাফিলতির কারণে। তিনি বলেন, ব্যাংকের পরিচালনা, ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ আলাদা। কিন্তু তিন স্তরেই ধস নেমেছে’।

এ সময় বক্তারা ব্যাংক খাতের সুশাসন ফেরাতে ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা আলাদা করার সুপারিশ করেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাংকের মালিকানা পারিবারিক হয়ে গেছে। এই খাতের সুশাসনের অন্তরায় এটি। বাংলাদেশ ব্যাংক উল্টো রথে গেছে। আমার সময়ে পরিবার থেকে দুজন ছিলেন পরিচালক। পরে করা হয় ৪ জন। এখন করা হয়েছে ৩ জন। যাদের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে নাকি ৯ বছর’।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘যারা ব্যাংক দুর্বল করেছে, একীভূতকরণের ফাঁকে যাতে তারা পালিয়ে যেতে না পারেন, সেই ব্যবস্থা নিতে হবে। ওরা যাতে আরও অর্থপাচার না করতে পারে, সেজন্য তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ব্যাংক আরও দুর্বল হতেই থাকবে। আর অন্য আলোচকরা বলেন, সুশাসন ফেরাতে কেবল একীভূতকরণ নয়, সংস্কার শুরু করতে হবে সমস্যার মূল থেকে’।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

করাচি থেকে প্রথমবারের মতো চট্টগ্রামে এলো পণ্যবাহী জাহাজ

প্রতিনিধি, চট্টগ্রাম: পাকিস্তানের প্রধান সমুদ্রবন্দর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘উয়ান জিয়াং ফা ঝান’। এ ঘটনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের

যমুনা নদীতে চৌহালীতে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান বিপুল চায়না রিং জাল ধ্বংস, ৫ জনকে অর্থদণ্ড

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর অংশে ৬ মে ২০২৫ মঙ্গলবার রাত ১১.০০ টা থেকে রাত ৩.০০ টা পর্যন্ত অবৈধভাবে ইলেকট্রিক শক,

যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের পরিবর্তনের পর শহীদের রক্ত ও পঙ্গু ভাই-বোনদের প্রতি সবার সম্মান দেখানো উচিত ছিল।

অর্থ পাচারের সঠিক পরিমাণ বলতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক রিপোর্ট: ঠিক কী পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তার সঠিক পরিমাণ জানা নেই বাংলাদেশ ব্যাংকের। বিষয়টি নিয়ে আর্থিক গোয়েন্দা ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন

কোপার পূর্বে মায়ামিতে আরও এক রেকর্ড মেসির

নিউজ ডেস্ক: খুব শীঘ্রই ক্লাব ফুটবল প্রতিযোগিতাগুলো বিরতিতে যাচ্ছে একটা লম্বা সময়ের জন্য। কারণ আর কিছুদিন পরেই প্রায় ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়বেন আন্তর্জাতিক প্রতিযোগিতা ইউরো

নির্বাচন কমিশনারের মুখে কালি ছুড়ে মারেন বিরোধী দলীয় নেতা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জর্জিয়ার প্রধান নির্বাচন কমিশনারের মুখে কালি ছুড়ে মারার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর)। তিনি ফলাফল ঘোষণা করছিলেন। ফলাফল