‘ব্যাংকিং খাতে অবহেলিত বাংলা ভাষা’

বাংলা পোর্টাল: মহান ভাষা আন্দোলনের মাধ্যমে পাওয়া বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে ঠিকই কিন্তু সর্বস্তরে এখনাে বাংলা ভাষার ব্যবহার কাগজ-কলমেই রয়ে গেছে। সাংবিধানিকভাবে বাংলা ভাষা ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে এখনো উপেক্ষিত মাতৃভাষা বাংলা। বিশেষ করে ব্যাংকিং খাতে চরমভাবে অবহেলিত বাংলা ভাষা।

ব্যাংকিং খাতে ইংরেজি ভাষার দাপট চলছে যুগের পর যুগ ধরে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ দেশের বেশিরভাগ ব্যাংকের কার্যক্রম চলছে ইংরেজি ভাষায়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোন ভূমিকাই রাখতে পারছে না। বরং দেশের কেন্দ্রীয় ব্যাংকটিতেও চরমভাবে উপেক্ষিত বাংলা। অধিকাংশ প্রতিবেদন তৈরি করা হয়ে থাকে ইংরেজিতে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে মোট ৬১টি ব্যাংকের অধিকাংশ ব্যাংকই বাংলাদেশি উদ্যোক্তাদের। এছাড়া আমানতকারীদের মধ্যে বাঙালি গ্রাহকের সংখ্যাই বেশি। শুধু তাই নয়, যারা এই খাত থেকে ঋণ নিচ্ছেন, তারাও শতভাগ বাংলাদেশি। অথচ ব্যাংক খাতের যাবতীয় দালিলিক কর্মকাণ্ড চলছে ইংরেজি ভাষায়। কোটি কোটি গ্রাহককে বাংলার পরিবর্তে ইংরেজি কাগজে সই করতে হচ্ছে।’

ব্যাংকের একাউন্ট খোলা জন্য যে ফরম পূরণ করতে হয় তার কোথাও বাংলার কোনো স্পর্শ থাকে না বরং ইংরেজিতেই পূর্ণ। এছাড়াও ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে এমন কোনো ফরম নেই যাতে বাংলার ব্যবহার রয়েছে। সবকিছুই হয় ইংরেজিতে। তাদের অবস্থা দেখে মনে হয় এই ব্যাংকগুলো বাংলাদেশিদের জন্য নয় এরা বিদেশীদের জন্য ব্যাংকিং সিস্টেমটি পরিচালনা করছে।’

আন্তর্জাতিক পর্যায়ে লেনদেনের ক্ষেত্রে ইংরেজি ভাষা জরুরি হলেও দেশের অভ্যন্তরীণ লেনদেনের ক্ষেত্রে ইংরেজি একেবারেই জরুরি নয়। দেশের অভ্যন্তরীণ সব ধরনের লেনদেন, ডকুমেন্ট ও আদেশ-নির্দেশ বাংলা ভাষায় হওয়া উচিত। রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকে সীমিত আকারে বাংলা ভাষার ব্যবহার চললেও বেশিরভাগ ব্যাংকের কার্যক্রম চলছে ইংরেজিতে। বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের সব বিভাগের নামই রাখা হয়েছে ইংরেজিতে।

ব্যাংকগুলোর ওয়েবসাইটেরও একই অবস্থা। প্রায় সব সরকারি ও বেসরকারি ব্যাংকের ওয়েবসাইটে যাবতীয় তথ্য লেখা থাকে ইংরেজিতে। ব্যাংকের পরিচিতি, বিভিন্ন ঋণপণ্য ও আমানতের তথ্যও থাকে ইংরেজিতে। এটি আসলে কাম্য নয়। ব্যাংকিং খাতটি বাংলাদেশের একটি বড় খাত। এই খাতের সঙ্গে জড়িত অনেক মানুষ। ফলে তাদের উচিৎ ধীরে ধীরে হলেও বাংলা ভাষায় ব্যবহার শুরু করা এবং বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেন দেশে ফিরতে পারছেন না পিনাকি ভট্টাচার্য

ঠিকানা টিভি ডট প্রেস: বর্তমান তরুণ প্রজন্মের কাছে পিনাকি ভট্টাচার্য একটি পরিচিত নাম। বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে দীর্ঘদিন ধরে প্যারিসে বসবাস করছেন। ‘‘ভারত খেদাও’’ আন্দোলনে

আজ-কালের মধ্যেই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য এরইমধ্যে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ

অবশেষে বিসিবি সভাপতির পদ ছাড়লেন পাপন

ঠিকানা টিভি ডট প্রেস: পুনর্গঠনের অংশ হিসেবে আজ জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বর্তমান সভাপ‌তি

রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রায়গঞ্জ প্রতিনিধি: সাপ্তাহিক সোনার বাংলা’র প্রতিনিধি মো. আবুল কালাম বিশ্বাস আহ্বায়ক ও দৈনিক মানব জমিনের প্রতিনিধি আলী হায়দার আব্বাসীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট

বিএনপির কমিটি নাটকের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কমিটিগুলো যেন বাংলা ছোট গল্পের মতো ‘শেষ হইয়াও হইল না শেষ’। কমিটিগুলো বিলুপ্তির পর আস্তে আস্তে কমিটিগুলো নবজন্ম লাভ করছে। কিন্তু কোনটাই

যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভালে বন্দুক হামলা:আহত ৫

যুক্তরাষ্ট্রের একটি মিউজিক ফেস্টিভালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। হামলাকারী নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়