রেজাউল করিম, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাব থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতেণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে বেলকুচি প্রেসক্লাব প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য হাজী আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের সহায়তায় ও বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মন্ডল গ্রুপের জেনারেল ম্যানোজার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম, এমপি’র ব্যক্তিগত সহকারী সেলিম সরকার, যমুনা গ্রুপের রাকিবুর রহমান মুন্না,প্রেসক্লাবের সহ সভাপতি, নারায়ণ চন্দ্র মালাকার,যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।