জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বদীউজ্জমান বদী ফকিরের এজেন্ট রজব আলী (৫০) কে মারধোর করেছে প্রতিপক্ষ দোয়াত-কলমের সমথর্করা।
বুধবার (৮মে) বিকেলে নির্বাচন শেষে উপজেলার শ্যাম কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত রজবকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভিকটিম মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া মহল্লার মৃত হবি শেখের ছেলে। ভোট শেষে কেন্দ্রের সামনে রজবকে মারধোর করা হয় বলে স্থানীয়রা জানান।
জরুরী বিভাগের চিকিৎসক হাজিজুর রহমান জানান, ‘রজবের নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদরে রেফার করা হতে পারে।’ বেলকুচির ওসি মোহাম্মদ আনিছুর রহমান সন্ধা সোয়া ছয়টায় জানান, ‘এখনও কেউই থানায় অভিযোগ করেনি।’