রেজাউল করিম, স্টাফ রিপোর্টার”সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী আদাচাকী গ্রামের পূর্ব পাড়ায় নব নির্মিত “দারুস সালাম জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) অসংখ্য মুসল্লীর জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে এই পবিত্র ঘর উদ্বোধন করা হয়। ঢাকার গোড়ান জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও সবুজবাগের কুসুমবাগ জামে মসজিদের খতিব উক্ত মসজিদের উদ্বোধনী খুতবা পড়া নামাজের ইমামতি করেন। উক্ত মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক ভাষাণী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি মীর সেরাজুল ইসলাম, গ্লোবাল ইসলামী ব্যাংক, দোহার শাখার ব্যবস্থাপক, হাসান আলী সরকার, প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক, রেজাউল করিম, মাওলানা লিয়াকত হোসেন বীর মুক্তিযোদ্ধা আবু হেনা মন্ডল,বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, ইউপি সদস্য আব্দুল বাতেন, সাবেক ইউপি সদস্য, আতিকুর রহমান শাপলা, সমাজসেবক, নুর কুতুব উল আলম কাউছার, আলহাজ্ব হামিদুল হক সরকার, আলহাজ্ব আবু হোসেন, আলহাজ্ব বাবুল রেজা তালুকদার, আব্দুল বারিক প্রমুখ।