জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কলেজ, হাইস্কুল, প্রাইমারী স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া’র সভাপতিত্বে শিক্ষক নিশানি হায়দার ও আমিনুল ইসলামের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম গোলাম রেজা, বেলকুচি মহিলা কলেজের অধ্যক্ষ শামচুল আলম, মেঘুল্লা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শ্যামকিশোর সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুর রেজা, গোপরেখী টেকঃ কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ কবির উদ্দিন, সোহাগপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হুদা প্রমূখ।