বেলকুচিতে টাকা ছিনিয়ে নিতে না পেরে যুবকের হাত ভেঙে দিলো ছিনতাইকারী,আটক ১

মোঃ মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় মাসুদ প্রামানিক (২১) নামের এক যুবকের পকেট থেকে টাকা ছিনিয়ে নিতে না পেরে তাকে মারধর করে হাত ভেঙে দিলো ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত যুবকের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পরে পুলিশ একজন ছিনতাইকারীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।

আহত যুবক বেলকুচি পৌরসভার দেলুয়া দক্ষিণপাড়া গ্রামের আল-আমিন প্রামানিকের ছেলে মাসুদ প্রামানিক (২১)।

আটককৃত আসামী বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া উত্তরে পাড়ার মৃত আলতাফ খলিফার ছেলে মো. আব্দুল কাদের (২৬)।

গত রবিবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এর পরে (১১ এপ্রিল) দুপুরে আহত যুবকের বাবা আল-আমিন প্রামানিক বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত মামলার আসামীরা হলেন, বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া উত্তরে পাড়ার মৃত আলতাফ খলিফার ছেলে মো. আব্দুল কাদের (২৬), দেলবার (৪৫), মোতালেব (৪০) ও একই এলাকার মৃত রহিম খলিফার ছেলে মানিক খলিফা (২৮), বাবু খলিফা (৪২) ও হাসান খলিফা (৩০)।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত রবিবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে সুবর্ণসাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাজের ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়া ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজারের নিকট পৌছিলে ১ ও ৪ নং বিবাদীদ্বয় আমার ছেলে মাসুদ এর পকেটে থাকা টাকা অন্যায় ও অবৈধ ভাবে কাড়িয়া নিতে চায়। উক্ত কাজে আমার ছেলে মাসুদ বাধা নিষেধ করিলে ১নং বিবাদী তার হাতে থাকা গাছের কাচা ডাল দ্বারা আমার ছেলের পিঠের মাঝ বরাবর সজোরে আঘাত করিয়া কাটা ছেলা ফুলা জখম করে। ৪নং বিবাদী তার হাতে থাকা গাছের কাচা ডাল দ্বারা আমার ছেলের মাথায় সজোরে আঘাত করিলে উক্ত আঘাত আমার ছেলে তার ডান হাত দ্বারা ঠেকাইলে কনুইয়ের নিচে লাগিয়া হাড় ভেঙ্গে হাত ফুলে যায়। তখন আমার ছেলের চিৎকারে আশপাশে থাকা লোকজন আগাইয়া আসিলে বিবাদীদ্বয় বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া চলিয়া যায়। পরে বিষয়টি লইয়া অন্যান্য বিবাদীর সহিত কথা বলিলে তাহারা কোন প্রকার সমাধান না দিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করেন। আমার ছেলের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় লোকজনের সহায়তায় আমার ছেলেকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়া ভর্তি করিয়া চিকিৎসা প্রদান করে। এঘটনায় ৬ নামে মামলা দায়ের করেন মাসুদ রানার বাবা আল-আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজারে টাকা ছিনিয়ে নিতে না পেরে যুবককে মেরে হাত ভেঙে দেওয়ার ঘটনায় আহত যুবক মাসুদ প্রামানিকের বাবা আল-আমিন প্রামানিক বাদি হয়ে গত ১১ এপ্রিল দুপুরে আব্দুল কাদেরকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ঐদিন রাতেই প্রধান আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীভিত্তিক ছাত্রকল্যাণে কাজ করা বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে আয়োজিত জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুলাই বিপ্লবে আহতদের সম্মানে

প্রশ্ন করলে উত্তর দিচ্ছে গাছ, এলাকাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়া বাগানের একটি গাছকে প্রশ্ন করলে উত্তর পাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। গাছটি দেখতে ভিড় করছেন

মুনিয়াকে ধর্ষণ-হত্যা: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডিসহ ৮ জন’

নিজস্ব প্রতিবেদক: কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জন। ঢাকার নারী

বেলকুচিতে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত

আরিফ,বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেছেন, “বিগত ২০০৬

প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক: নাটোরে আশ্বাস দিয়ে বিয়ে না করায় প্রেমিক মদাদুল ইসলামকে (৩০) অপহরণ করে কুপিয়ে জখম করেছেন তার প্রেমিকা মনি খাতুনের (২৭) বৃহস্পতিবার (১৮ এপ্রিল’)

প্রশাসনিক কর্মকর্তা ফারুকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও জন্ম সনদ সংশোধনে সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে ইউপি