নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভা’র চন্দনগাঁতী দক্ষিণ পাড়া ও মহল্লার শ্রী মনোরঞ্জন দেব এবং শ্রী সুশান্ত দেবের বসত-বাড়ীঘড় ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতেকরে,আপন দু’ভাইয়ের বসবাসকৃত ঘর অগ্নিদগ্ধ হয়ে সম্পূর্ণভাবে অগ্নিকান্ডে বিধস্ত হয়ে গেছে। যা শুধুই এখন ধ্বংসস্তুপ। স্থানীয়রা জানান,রবিবার,দুপুর সোয়া ২টায়,বিদ্যুতের শর্টসার্কেট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ধারনা করা হচ্ছে,আনুমানিক,দু’টি টিনসেট ঘর,ঘরে থাকা আসবারপত্রসহ সব মিলিয়ে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় সোয়া দুই লক্ষ টাকা।
সোমবার,ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ বাড়ীঘড় ও ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ-খবর নেয়াসহ ধ্বংসাবশেষ দেখতে ও সহমর্মিতা জানাতে যান,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে জামায়াতের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সাথে এ সময় অন্যান্যো’র মাঝে উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,
উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাজহারুল ইসলাম,মাওঃ আহসান হাবীব,বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম হোসেন,সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার,শিবির নেতা আরিয়ান ইসমাইল ও সোয়াইব হোসেন প্রমূখ।
জামায়াত নেতৃবৃন্দ,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার দু’টির ঘরবাড়ী পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের সাথে বেশ কিছুটা সময় কাঁটান। ক্ষতিগ্রস্থ পরিবারটি জামায়াত নেতৃবৃন্দকে কাছে পেয়ে আবেগে কাঁন্নায় ভেঙে পরেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জামায়াত নেতৃবৃন্দ,পরিবার দু’টিকে শান্তনা দিয়ে ধৈর্য্য ধারনের আহবান জানান এবং সহমর্মিতা প্রকাশ করে জামায়াতের পক্ষ থেকে পাশে থাকার ও সার্বিক সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরে,স্থানীয় জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে দু’টি পরিবারের মাঝে পৃথক পৃথকভাবে আর্থিক সহযোগিতা দু-ভাইয়ের হাতে তুলে দেয়া হয়।’