আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বেনজীর আহমেদ কি দেশ ছেড়েছেন

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে আলোচনার তুঙ্গে থাকা সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ কি দেশে আছেন? নাকি তিনি দেশ ছেড়ে চলে গেছেন? এটি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ গত কয়েকদিন ধরে বেনজীর আহমেদের কোন হদিস পাওয়া যাচ্ছে না। বেনজীর আহমেদের মুঠোফোন বন্ধ, তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না। এমনকি যারা তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলো তারাও তাকে পাচ্ছেন না।’

বেনজীর আহমেদ অবসর গ্রহণের পর গুলশানের একটি বাড়িতে থাকতেন এবং এই বাড়িতে তিনি চারটি ফ্ল্যাট কিনে বাড়ি হিসেবে ব্যবহার করতেন। সেই বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না। রাজধানীর র‌্যাংকন আইকন টাওয়ারে বেনজীর আহমেদের খোঁজ নিতে গেলে জানানো হয়, তিনি সেখানে নেই। তাহলে বেনজীর আহমেদ কোথায় অবস্থান করছেন’?

একটি অসমর্থিত সূত্র বলছে, বেনজীর আহমেদ গত ৩ সপ্তাহ আগেই সস্ত্রীক দুবাই চলে গেছেন। তার এক কন্যার জামাতা দুবাইতে চাকরি করেন এবং সেখানেই তিনি অবস্থান করছে বলে একটি সূত্র দাবি করছে। অন্য একটি সূত্র বলছে, বেনজীর আহমেদের পরিবারের কেউই এখন ঢাকায় অবস্থান করছেন না। তার এক কন্যা এখন লন্ডনে পড়াশোনা করছেন, বাকি দুই কন্যা দুবাইয়ে অবস্থান করছেন এবং বেনজীর আহমেদ তার স্ত্রীকে নিয়ে দুবাই গেছেন বলে জানা গেছে।

এই তথ্যের পেছনে আরো যুক্তি পাওয়া যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলছে, যে ৩৩ টি ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে সেই ব্যাংক একাউন্টগুলোতে তেমন কোন টাকা-পয়সা নেয়। অর্থাৎ ব্যাংক একাউন্ট গুলো অবরুদ্ধ হয়ে যাচ্ছে বা হবে এরকম একটি অনুমান বেনজীর আহমেদ আগেই করতে পেরেছিলেন। এবং সেই একাউন্টগুলো থেকে সব টাকা তুলে ফেলা হয়েছে। এছাড়াও কয়েকটি অবরুদ্ধ জমি বেনজীর আহমেদ বিক্রি করে দিয়েছেন বলেও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। অনেকের ধারনা, বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর পরই তিনি তার দেশীয় সম্পদ গুলো গুটিয়ে, ব্যাংকের সমস্ত টাকা-পয়সা সরিয়ে তিনি বিদেশে পাড়ি দিয়েছেন। তবে, এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কোন কথা বলতে পারেনি।’

উল্লেখ্য যে, দুর্নীতি দমন কমিশন আইনজীবী খুরশীদ আলমের কাছে সাংবাদিকরা জানতে চান, বেনজীর আহমেদের বিদেশ যাত্রার উপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা। এর উত্তরে তিনি বলেন, যদি অনুসন্ধানী দল মনে করে বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাওয়া অবরোধ করা দরকার তাহলে আদালতে আবেদন করতে পারে। তবে এধরনের আবেদন এখনো করা হয়নি।

আর একারণেই এখন প্রশ্ন উঠেছে বেনজীর আহমেদ হয়তো দেশে নেই। কারণ তিনি যদি দেশে থাকতেন তাহলে এ সমস্ত প্রতিবেদন এবং রিপোর্টের ভিত্তিতে নিশ্চয়ই তিনি কোন বক্তব্য উপস্থাপন করতেন বা তার একান্ত ঘনিষ্ঠ বা যাদের সঙ্গে তিনি অবসরের পর যাদের সঙ্গে ব্যবসা করছেন সেই ব্যবসায়িক পার্টনারদের সাথেও যোগাযোগ করতেন। কিন্তু এসব কিছু না করার ফলে তিনি যে দেশ ছেড়েছেন এ ধারণাটি ক্রমশ বদ্ধমূল হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চি‌কিৎসা নি‌য়ে বাড়ি ফেরা হলোনা, সড়ক দুঘর্টনায় নিহত ৪, আহত ১৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থে‌কে‌ কক্সবাজা‌রের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চি‌কিৎসা নি‌য়ে ফি‌রে আসার প‌থে বাস-মাই‌ক্রো দুঘর্টনায় ৪ জন নিহত ও

অনিবন্ধিত সব মোবাইল ফোন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: অনিবন্ধিত সব মোবাইল ফোন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি’) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সত্য নয়: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে, এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬

সকাল দশটায় ‘১ মিনিট শব্দহীন’ থাকবে ঢাকা

শব্দ দূষণের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া

একীভূত হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে চমক

ঠিকানা টিভি ডট প্রেস: বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে টেক জায়ান্ট মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। অ্যাপগুলো সংযুক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি

টাঙ্গ‌াইলে মহাসড়‌কে কাভার্ডভ‌্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত এক, আহত দুই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে মহাসড়‌কে কাভার্ডভ‌্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চালক নিহত হ‌য়ে‌ছে। এই ঘটনায় আরো দুইজন গুরুত্বর আহত হ‌য়ে‌ছে। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল