বেনজীর আহমেদকে দুদকে তলব’

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানে আগামী ৬ জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব জব্দ করার আদেশ কার্যকর করা শুরু হয়েছে বলে জানিয়েছিল দুদক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এক রায়ে বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, রাজধানী ঢাকায় থাকা ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার ক্রোকের নির্দেশ দেন।

আদালতের এই আদেশের প্রেক্ষিতে গত ২৭ পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) বেনজীর আহমেদ এবং তার পরিবারের সব সদস্যের নামে থাকা বিও হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) রাখার জন্য নির্দেশ প্রদান করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি’)

এ আদেশ কার্যকর থাকা অবস্থায় অবরুদ্ধ অ্যাকাউন্টগুলোয় কোনোভাবেই অর্থ জমা করা বা উত্তোলন করা যাবে না।

এদিকে বেনজীর আহমেদের আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড ও ড্রাগন সিকিউরিটিজ লিমিটেডে বিও হিসাব রয়েছে। আবার সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডে বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা, ইবিএল সিকিউরিটিজ লিমিটেডে বড় মেয়ে এবং ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডে ছোট মেয়ের নামে বিও হিসাব রয়েছে।’

বিও হিসাব অবরুদ্ধকরণ সম্পর্কে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের সংশ্লিষ্ট আদেশ অনুযায়ী ৫টি ব্রোকারেজ হাউজে ৬টি বিও হিসাব পরবর্তী আদেশ না আসা পর্যন্ত অবরুদ্ধ রাখার নির্দেশ দেয়া হলো। আদালতের আদেশ অনুযায়ী ওই হিসাবগুলোর ওপর অবরুদ্ধকরণ আদেশগুলো কার্যকর থাকা অবস্থায় কোনোভাবে অর্থ উত্তোলন করা যাবে না।

এর আগে গত ২৬ মে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এসবের মধ্যে রয়েছে ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট, সাভারের একটি জমি, বাকি ১১৪টি সম্পত্তি হচ্ছে মাদারীপুর জেলায়।

গত ২৩ মে বেনজীর আহমেদের ৮৩টি দলিলে ক্রয়কৃত সব সম্পত্তি ক্রোক করা হয়। একইসঙ্গে ৩৩টি ব্যাক হিসাব এবং তার সিকিউরিটিজের (শেয়ার) টাকা অবরুদ্ধ করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কর্তৃপক্ষকে ম্যানেজ করে শ্রেণিকক্ষেই চলে কৃষ্ণলাল মন্ডলের কোচিং বাণিজ্য

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল শুরুর আগেই শ্রেণিকক্ষেই রমরমা কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক কৃষ্ণলাল মন্ডল। মঙ্গলবার (২২ এপ্রিল)

বঙ্গবন্ধু সেতু ২৪ ঘণ্টায় দুই কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা আদায়

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজারো স্বপ্ন নিয়ে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদকে সামনে রেখে এ মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের

‘মন্ত্রিত্ব হারিয়ে তাদের চোখ দলীয় পদে’

নিজস্ব প্রতিবেদক: ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ দল এবং সরকার আলাদা করার কৌশল গ্রহণ করেছে। সেই কৌশলের অংশ হিসেবে যারা দলীয় পদে থাকছেন, তাদের অধিকাংশ

তাড়াশে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের অভিযোগ

প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন।আজ ১৯ শে নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের

ফিটনেসবিহীন মোটরযান চললেই ব্যবস্থা: বিআরটিএ

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ, লক্কর-ঝক্কর মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। তাই এসব চালানো বন্ধ

ধানমন্ডি ৩২ নম্বরে ভয়াবহ গোপন আস্তানার সন্ধান, যা যা পাওয়া গেলো সেই আস্তানায়

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ