নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি’) বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে মন্ত্রণালয় পরিদর্শন শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের পর আগামী ১৪ ফেব্রুয়ারি তিনি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।’