নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন,বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি এবং প্রতারণার মাধ্যমে এ পরীক্ষায় অংশ নিয়ে কেউ চাকরি পেয়েছে আর তা প্রমাণ হলে চাকরি-বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১১ জুলাই’) সচিবালয়ের নিজ দফতরের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
সম্প্রতি বিসিএস ক্যাডার ও নন ক্যাডারসহ ৩০ টি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবেদনে দেশজুড়ে তোলপাড় চলছে। এরমধ্যে সিআইডি প্রশ্নফাঁসের অভিযোগে ১৭ জনকে আটক করেছে। ইতিমধ্যে পিএসসি তদন্ত কমিটি গঠন করেছে। আসামিদের মধ্যে ড্রাইভার আবেদ আলীসহ ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সরকারের একটি গোয়েন্দা সংস্থা প্রশ্নফাঁসের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়াদের তালিকা করছে বলে জানা গেছে।’