আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে প্রথমবারের মতো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা’) শিশু তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, তারা এমন একটি এআই শিশু তৈরি করেছেন, তিন থেকে চার বছর বয়সী মানব শিশুর সব ক্ষমতা আছে যার মধ্যে। হুবহু মানব শিশুর মতোই আচরণ করতে সক্ষম তাদের তৈরি করা শিশুটি।’
সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রদর্শনী ফ্রন্টিয়ারে নিজেদের এই নতুন সৃষ্টি উন্মোচন করেছেন দেশটির বিজ্ঞানীরা।
গবেষক দল এর নামকরণ করেছেন টং টং; চীনা ভাষায় যার অর্থ ‘ছোট্ট মেয়ে’। এজিআই (কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা) এর দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশ্বের প্রথম এআই শিশুর এই সৃষ্টিকে।
প্রতিবেদন অনুসারে, এই উদ্ভাবনী এআই মডেলটি স্ব-শিক্ষায় সক্ষম এবং এটি বিশেষ মাত্রায় মানসিক সংযোগও প্রদর্শন করতে পারে, যা আগে কোনো এআই বিকাশে দেখা যায়নি।
বেইজিং ইনস্টিটিউট ফর জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর নির্মাতারা বলছেন, মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া করার মাধ্যমে ক্রমাগত তার দক্ষতা এবং জ্ঞানের উন্নতি করছে টংটং।’