আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বিশ্বের দীর্ঘতম ৭ নদী

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় প্রায় ৯০০ নদ-নদী আছে এ দেশে। কোনো কোনোটার দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। কিন্তু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীগুলোর তুলনায় তা সামান্যই বলা যায়। যেমন পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪৫ কিলোমিটার, মেঘনা ১৫৬ কিলোমিটার। পৃথিবীতে প্রায় ১ লাখ ৫০ হাজার নদী রয়েছে (তবে বাংলাদেশের মতো এগুলোকে নদ বা নদী হিসেবে আলাদা করা হয় না)। এর মধ্যে সবচেয়ে বড় নদী কোনগুলো, তা জানার চেষ্টা করব এ লেখায়।

নীল নদ

বিশ্বের সবচেয়ে বড় নদী আফ্রিকার নীল নদ। এর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও বিশ্বের দীর্ঘতম নদী এটি। এর দুটি উপনদী রয়েছে। শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। উপনদী দুটি সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে।’

আমাজন নদী

পেরু, কলম্বিয়া ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে স্বীকৃত হলেও অনেকে তা মানতে নারাজ। তাদের মতে বিশ্বের দীর্ঘতম নদী আসলে আমাজন। সম্পূর্ণ দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪০ শতাংশ জুড়ে রয়েছে এটি। বিশেষজ্ঞদের মতে, আমাজন নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৫০০ কিলোমিটার।

ছাং চিয়াং নদী 

চীনের ছাং চিয়াং বা ইয়াং ৎসি চিয়াং বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। এটি তিব্বতের ছিয়াং হাই মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে সাংহাইয়ের কাছাকাছি পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। এশিয়ার দীর্ঘতম এ নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৩০০ কিলোমিটার। তবে একক দেশের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। এর ৭০০-এর বেশি উপনদী আছে।’

মিসিসিপি নদী

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দ্বীর্ঘতম নদী মিসিসিপি। এ নামের অর্থ মহানদী। মিসিসিপি, মিসৌরি ও জেফারসন নদী নিয়ে গঠিত মিসিসিপি নদীব্যবস্থা বিশ্বে চতুর্থ দীর্ঘতম। এটি ৬ হাজার ২৭৫ কিলোমিটার দীর্ঘ। যুক্তরাষ্ট্রের ৩১টি রাজ্য ও কানাডার দুটি প্রদেশের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে।

ইয়েনিসেই নদী 

সাইবেরিয়ার ইয়েনিসেই নদীর দৈর্ঘ্য ৫ হাজার ৫৩৯ কিলোমিটার। নদীটি রাশিয়ার সায়ান পর্বতমালায় একটি গভীর গিরিখাত ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর্কটিক মহাসাগরে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। বিশ্বের গভীরতম নদীগুলোর মধ্য অন্যতম।

হোয়াংহো নদী

চীনের এই নদীটি দ্য ইয়ালো রিভার বা হলুদ নদী নামেও পরিচিত। চীনা ভাষায় হোয়াংহো শব্দের অর্থ হলুদ। চীনের দ্বিতীয় বৃহত্তম নদীটির দৈর্ঘ্য ৫ হাজার ৪৬৪ কিলোমিটার। চীনের নয়টি প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পোহাই উপসাগরে গিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীতে সবচেয়ে বেশি পলি মাটি রয়েছে। প্রতি ঘনফুটে আছে প্রায় ১ কেজি পলিমাটি।

ওব নদী

রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত ওব নদী। এর উৎপত্তি হয়েছে সাইবেরিয়ার আলতাই পর্বতমালার ঢালে। ৩ হাজার ৬৮০ কিলোমিটার দীর্ঘ নদীটি প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরের ওব উপসাগরে পতিত হয়েছে। শীতকালে এ নদীর পানি জমে বরফ হয়ে যায়। ফলে যাতায়াত ব্যবস্থায় চরম ভোগান্তি হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশ-ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষ সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: কোটা আন্দোলনকে কেন্দ্র করে বুধবার রাত ১০টা থেকে গভির রাত পর্যন্ত সিরাজগঞ্জ শহরের ইবি রোডে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের ভয়াবহ হামলা সংঘর্ষ ধাওয়া পাল্টা

কাদেরকে এড়িয়ে চলছেন গুরুত্বপূর্ণ নেতারা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাগ্যবান একজন ব্যক্তি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। টানা তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থার মেয়াদ বাড়ল

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে আপাতত স্থিতাবস্থাই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। দেনা-পাওনা

শীর্ষ পদে থেকে দুর্নীতি: তালিকা তৈরি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: সরকার এখন দুর্নীতির বিরুদ্ধে হার্ড লাইনে গেছে। কঠোর অবস্থান ঘোষণা করেছে দুর্নীতির বিরুদ্ধে। আর এ কারণেই শীর্ষ পদে বিভিন্ন সময়ে যারা ছিলেন, তাদের

২৫’হাজার নেতাকর্মীর মুক্তির আহ্বান জাতিসংঘের’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে বিরোধীদলের আটককৃত ২৫ হাজার নেতা-কর্মীর মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বিরোধীদের দমনপ্রবণতা বন্ধ করে রাজনৈতিক সংলাপ ও অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশকে

বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক: ওমানের পর বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যেসব কর্মী এর মধ্যে ভিসা