ঠিকানা টিভি ডট প্রেস: টি-২০ বিশ্বকাপের নবম আসরের সুপার এইট নিশ্চিতকরণের ম্যাচে নেপালকে হারিয়ে দেশবাসীকে ঈদ উপহার দিয়েছে টিম টাইগার্স। লো স্কোরিং ম্যাচে ২১ রানে জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সুপার এইট নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।
এর আগেই সুপার এইটে উঠেছিল বাকি ৭টি দল। আর শেষ দল হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে সেই তালিকায়। সুপার এইটের আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। এক নম্বর গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর দুই নম্বর গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।’
সুপার এইট পর্বে বাংলাদেশ দল ম্যাচ খেলবে দুই ভেন্যুতে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ জুন সকালে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ইতোমধ্যেই অ্যান্টিগাতে পা রেখেছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার সেখানে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল।
একনজরে দেখে নিন সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সূচি-