আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বিয়ে করতে আসলো কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

কিশোরগঞ্জের নিকলীর ছেলে জোবানের প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছে লায়লা। হাওরে তাদের মোটরসাইকেলে ঘুরে বেড়ানো এবং বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এলাকাবাসী দলবেঁধে বউ দেখার জন্য জোবানের বাড়িতে ভিড় জমাচ্ছে।

দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি-পাঁচ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমায় আদনান রকি জোবান (২৬)। নিকলি উপজেলার দামপাড়া গোয়াইহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে জোবান বর্তমানে মালয়েশিয়ায় ব‌্যবসা করছে।

তিনি জানান, ফেসবুকের মাধ্যমে মালয়েশিয়ার মেয়ে লায়লা মিয়া আব্দুল্লাহ (২১) এর সাথে তার পরিচয়। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম ও পরিণয় ঘটে। গত শুক্রবার মেয়েটির বোনের উপস্থিততেই তাদের বিয়ে হয়।

আদনান রকি জোবান বলেন, লায়লা ও আমার মাঝে প্রেমের বয়স সাত মাসের। সে এখনো পড়াশোনা করছে। তবে ওর সাথে প্রেম হওয়ার কিছুদিন পর আমরা দুজনই বিয়ের ইচ্ছে প্রকাশ করি। তখন লায়লা জানায় সে আমাকে বাংলাদেশে এসে আমাদের পরিবেশে ঘটা করে বিয়ে করবে। আমিও তাতে অনেক খুশি হয়েছি। পরে লায়লার ইচ্ছেতেই দুই বোনকে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে নিয়ে আসি। এ কয়েকদিন আমাদের বিভিন্ন জায়গা ওদের ঘুরিয়ে দেখিয়েছি। এরপর শুক্রবার (৬ অক্টোবর) তার বোনের উপস্থিতিতে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের পর লায়লার বোন মালয়েশিয়ায় চলে গেছে। এ মাসের ২১ অক্টোবর আমরাও চলে যাবো। সবাই আমাদের জন‌্য দোয়া করবেন।

এ ব‌্যাপারে জোবানের পরিবার জানায়, জোবান আমাদের এ বিষয়টি আগেই জানিয়েছিল। আমরা তাদের প্রেম ও বিয়ের ব‌্যাপারে কোনো প্রকার বাধা দেইনি। বরং আমরা অনেক খুশি হয়েছি, তারা তাদের জীবনে খুশি থাকবে।  লায়লার পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। লায়লার বোনও তখন তাদের সাথেই ছিল। আমরা তাদের জীবনের উন্নতি ও সফলতা কামনা করি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

বেলকুচিতে বিদ্যুৎ স্পৃটে দুই জনের মৃত্যু

ভি কে জয়,বেলকুচিতে বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিউলি খাতুন (৩২) ও মারুফ হোসেন (১৩) নামের দুজনের

ওদের ছিলো এন্ড্রু কিশোর আমাদের আছে মশিউর – কবির বিন সামাদ

হঠাৎ করেই রিং বেজে উঠলো। অপরিচিত নাম্বার তবে মালয়েশিয়ার নাম্বার হওয়ায় নিঃসংকোচে ফোনটা রিসিভ করলাম। ওপাশের কন্ঠ থেকে ভেসে এলো দাদু আমি মশিউর রহমান। আমি

র‍্যাব মহাপরিচালক কর্তৃক অপরাধ দমন ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে সদর দপ্তরে শ্রেষ্ঠ ব্যাটালিয়নের স্বীকৃতি পেয়েছে সিরাজগঞ্জ র‍্যাব-১২

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি “বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের

জন্মের পরই দেওয়া হবে এনআইডি : মন্ত্রিপরিষদ সচিব

শর্তসাপেক্ষে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনে জন্মের পরপর জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান রাখা হয়েছে। ১০ অক্টোবর দুপুরে সচিবালয়ে

সেপ্টেম্বরে সংশোধন হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট

নিজস্ব প্রতিবেদক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আলোচনা হয়েছে। আমি তাকে বলেছি, আমরা অবশ্যই এ আইন সংশোধন

মির্জা ফখরুল, নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আন্দোলন দমন করতে চায় সরকার

নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে সরকার বিরোধীদলের আন্দোলন দমন করতে চায় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকু এবং