আন্তর্জাতিক ডেস্ক: শারীরিক সমস্যা ও যৌন অক্ষমতার কথা লুকানোয় স্বামীর বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা করেছেন স্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, ভারতের মহারাষ্ট্র্রে শুক্রবার এমনি একটি ঘটনা ঘটেছে।’
এক বছর আগে বিয়ে হয়েছে। তবুও নিজের শারীরিক সমস্যার বিষয়ে স্ত্রীকে জানাননি স্বামী। প্রজননে অক্ষম, এ কথা গোপন রাখার জন্য স্বামীর বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন স্ত্রী।
স্থানীয় পুলিশ জানায়, ২০২৩ সালের জুন মাসে ৪০ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ৩২ বছর বয়সী এক নারীর। স্বামী যে সন্তানের জন্ম দিতে অক্ষম, সে কথা বিয়ের আগে স্ত্রীকে জানাননি বলে অভিযোগ মহিলার।
কিন্তু বিয়ের কয়েক মাস পর মেডিক্যাল রিপোর্ট দেখে বুঝতে পারেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে ওই মহিলা জানান, শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শও নিচ্ছিলেন তার স্বামী। কিন্তু স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ বিষয়টি গোপন রেখেছিলেন তিনি।’