আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার লোহাকুচী সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারের সময় সাবেক ইউপি সদস্য নান্নু (৪৫) গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী এলাকার মোঃ আব্দুল গনির ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ নান্নু মিয়া মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লোহাকুচী সীমান্তের ৯২০/৯এস পিলার সংলগ্ন একদল বাংলাদেশী গরু পারাপার করতে গেলে টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে সাবেক ওই ইউপি সদস্য গুলি বিদ্ধ হয়েছে। স্হানীরা তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। আদিতমারী থানার ওসি মাহমুদুন নবীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোন তথ্য দিতে পারেননি।