আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বিএমএসএফ প্রতিষ্ঠাতা আবু জাফরের ৪৮তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি ১২ অক্টোবর, ২০২৩ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের ৪৮তম জন্মদিন।

১৯৭৫ সালের ১২ অক্টোবর ঝালকাঠি জেলার সদর থানার পোনাবালিয়া ইউনিয়নের সিলারিশ গ্রামে তাঁর জন্ম। সারা বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত সাংবাদিকদের কণ্ঠস্বর ও ডায়নামিক লিডার সাংবাদিক বন্ধুখ্যাত আহমেদ আবু জাফরের জন্মদিনে দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংগঠক , সহকর্মী ও শুভাকাঙ্খীরা অজস্র শুভকামনা ও প্রীতি জানিয়েছেন তাঁকে।

প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবির লক্ষ্য অনুযায়ী বাংলাদেশে সাংবাদিকতা করার পরিবেশের প্রসার ও সংবাদ কর্মীদের মানোন্নয়নকল্পে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনায় ছিলেন সবসময়। সংগঠন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করে নন্দিত হয়েছেন তিনি।

আব্দুল মজিদ জমাদ্দার ও হাজেরা খাতুন দম্পতির সাত মেয়ে ও একমাত্র পুত্র সন্তান আহমেদ আবু জাফর। বিভিন্ন গৌরবোজ্জ্বল ভূমিকায় প্রতিষ্ঠিত আট ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম।

আহমেদ আবু জাফর গ্রামের সিলারিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। এরপর কে এ খান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯১ সালে এসএসসি, ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি, বরিশাল বিএম বিশ্ববিদ্যালয় কলেজে ব্যাচেলর অফ সোশ্যাল সাইন্সে (বিএসএস) পাস করেন । একই কলেজে মাস্টার্স ও বরিশাল “ল” কলেজে আইন বিভাগে এলএলবিতে ভর্তি হলেও সাংবাদিকতা পেশার প্রবল চাপে প্রাতিষ্ঠানিক পড়ালেখার সমাপ্তি করেন।

ছাত্র জীবনে তিনি মহান স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আব্দুর রবের জাসদ ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি, কেন্দ্রীয় সদস্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সর্বশেষ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়ে ২০০০ থেকে ২০০২ পর্যন্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রত্ব শেষ হলে আহমেদ আবু জাফর রাজনীতি থেকে বিদায় নেন।

এরপর ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ ও রাশিদা আফরোজ দম্পতির দ্বিতীয় কন্যা সুমা আহমেদ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ে সুস্মিতা আহমেদ জেরিন ও ছেলে আরাফ আহমেদ।

আহমেদ আবু জাফর ছাত্রজীবনে থাকা অবস্থায় সাংবাদিকতায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক যুবকণ্ঠ পত্রিকায় হাতে খড়ি তাঁর । পরবর্তীতে সাপ্তাহিক অজানা খবর, দৈনিক অজানা বার্তা , দৈনিক ঝালকাঠি বার্তা , বরিশালের স্থানীয় দৈনিক শাহনামা , দৈনিক আমাদের কণ্ঠ , দৈনিক কালবেলা , দৈনিক নবরাজে সাংবাদিকতা করেন। এরপর দৈনিক আধুনিক বাংলায় বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করা অবস্থায় ২০১৩ সালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নামে একটি সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করেন। সাংবাদিক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সফলতার সাথে কার্যক্রম পরিচালনায় গতবছর সংগঠনটি সরকার কর্তৃক নিবন্ধন লাভ করে। বর্তমানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, সংগঠণের মুখপাত্র মিডিয়া ক্যানভাস ও বাংলা পোর্টাল নামে একটি অনলাইন পত্রিকা সম্পাদনা করছেন তিনি। মূলত: তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। বিএমএসএফ’র পাশাপাশি সাংবাদিকদের স্বার্থে সহযোগি সংগঠন হিসেবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, জার্নালিস্ট শেল্টার হোম গঠন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

ভবিষ্যৎ বরের আশায় কবিতা লিখে ট্রোলড ‘পটলকুমার’

এখনো স্কুলের গণ্ডি পেরোননি! এর মাঝেই পাত্র খুঁজছেন ‘পটলকুমার’ অভিনেত্রী হিয়া দে? এর আগেও নেটপাড়ার নীতিপুলিশদের কাছে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এবারও তার

চুল পাকে যেসকম বয়সে ব কারণে

অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসকরা বলেন শরীরে মেলানিনের অভাব ঘটলে চুল রঙ হারাতে শুরু করে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে অল্প

পারফিউম ব্যবহার করলে নামাজ হবে?

সুগন্ধি ব্যবহার মূলত উত্তম কাজ। এটি সুন্নাতও বটে। রাসুল (সা.) সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন এবং সব সময় সুগন্ধি ব্যবহার। অন্যদেরও সুগন্ধি ব্যবহার করার নির্দেশ দিতেন।

দুই শ্রমিককে মারপিট, অনির্দিষ্টকালের জন্য আগামীকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি বিনা অনুমতিতে একটি বাস চলাচলকে কেন্দ্র করে টাঙ্গাইলে দুই শ্রমিককে মারপিটের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকার সাথে সিরাজগঞ্জের

তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান : বিএনপিকে কাদের

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মরে ভূত হয়ে গেছে। আর কোনোদিন চোখ মেলবে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা

স্বামীর পরকীয়া সইতে না পেরে স্ত্রীর বিষপান

কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বামীর পরকীয়ার জেরে বিষপানে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ অক্টোবর) উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।