আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল। তারা সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নতুন ভবনের নিচতলায় এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত কখনো দেশের মঙ্গল চায় না। সবসময় দেশের ক্ষতি করতে চায়। তারা সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এখনও তাদের ষড়যন্ত্র থেমে নেই।
তিনি বলেন, বিএনপি সবসময় বিদেশিদের কাছে গিয়ে ধরনা দেয়। তারা পরাশক্তির কাছে নালিশ করে। লবিস্ট নিয়োগ করে কোটি কোটি টাকা বিনিয়োগ করে। বিদেশিদের টাকা দেয় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তাদের সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।