‘বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ঐক্য’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন নীরব মেরুকরণ চলছে বলে একাধিক সূত্র আভাস দিয়েছে। আর এই নতুন মেরুকরণে তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্যের সম্ভাবনা তৈরি হচ্ছে। তিনটি রাজনৈতিক দলই অত্যন্ত গোপনে একজনের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং তাদের ঐক্যের জায়গাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বৃহত্তর রাজনৈতিক মঞ্চ করার জন্য চমক হিসেবে এই ঐক্য হবার একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হচ্ছে বলে একাধিক রাজনৈতিক সূত্র দাবি করেছে।

এই তিনটি রাজনৈতিক দলের কতগুলো আদর্শিক ঐক্যের জায়গায় রয়েছে। এ কারণে তাদের মধ্যে ঐক্য হওয়াটা বিচিত্র না। তারা সকলেই পঁচাত্তরের ১৫ আগস্টের বেনিফিশিয়ারি।

বিভিন্ন সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বিএনপি ছোট ছোট খুচরা খুচরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার চেয়ে একটি বৃহত্তর পরিষদে জনপ্রিয়তা রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যের পরিকল্পনা করছে। এই ঐক্যের ভাবনা থেকেই তারা নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ বা জেএসডির মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ জোট বা মোর্চা করেনি।’

নির্বাচনের পর এখন বিএনপি চাইছে যে, রাজনীতিতে শক্তি আছে, মাঠে জনপ্রিয়তা আছে এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি ঐক্যবদ্ধ মোর্চা করতে। সেই লক্ষ্যে বিএনপির এখন প্রধান টার্গেট জাতীয় পার্টি। জাতীয় পার্টিও এখন কোণঠাসা অবস্থায় রয়েছে। জাতীয় পার্টির জিএম কাদের অংশ মনে করে যে সরকার তাদেরকে নিয়ে খেলছে। সরকারের কারণেই জাতীয় পার্টি ভেঙেছে। রওশন এরশাদপন্থীদের প্রতি আওয়ামী লীগের সমর্থন আছে এমন বক্তব্য জাতীয় পার্টির নেতারা প্রকাশ্যেই বলছে।

রওশন এরশাদের পৃথক জাতীয় পার্টি গঠন, জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করেনি এমন বক্তব্য প্রকাশ্যে দিলেও জাতীয় পার্টির নেতারা ভাল করেই জানেন যে, তারা ভালমতোই ক্ষতিগ্রস্থ হয়েছে। এই কারণে অস্তিত্বের প্রয়োজনে জাতীয় পার্টিকে এখন সরকার বিরোধী অবস্থান রাখতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে।

জাতীয় পার্টির একাধিক নেতারা মনে করছেন, সংগঠনকে শক্তিশালী করতে গেলে এবং সরকার বিরোধী অবস্থান গ্রহণ করতে গেলে বিএনপির সঙ্গে ঐক্য করার কোনো বিকল্প নেই।’

বিএনপির সঙ্গে জিএম কাদেরের এমনিতেই সুসম্পর্ক ছিল। জিএম কাদের যে মির্জা ফখরুলের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন নির্বাচনের আগে এমন কথাও বাজারে চাউর হয়েছিল। তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে জায়গা করে নিয়েছে। তবে জাতীয় পার্টির ব্যাপারে বিএনপির আগ্রহ নষ্ট হয়ে যায়নি। জাতীয় পার্টি এখন বিএনপির ব্যাপারে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আগ্রহী হয়েছে। সরকারের বিরুদ্ধে সামনের দিনগুলোতে বিএনপি এবং জাতীয় পার্টি যদি প্রকাশ্য ঐক্য হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

অন্যদিকে বিএনপির বিশ্বস্ত এবং সারাজীবনের মিত্র জামায়াত। কৌশলগত কারণে জামায়াতের সঙ্গে বিএনপি এখন প্রকাশ্য ঐক্য করতে পারছে না। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী অবস্থানের কারণে বিএনপি এখন আবার জামায়াতের সাথে প্রকাশ্য ঐক্য করতে আগ্রহী। বিএনপির কোন কোন নেতারা মনে করছেন, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতের ঐক্য যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতির হিসাব অন্যরকম হয়ে যাবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতি আসলে এই দুটি ধারায় বিভক্ত। আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি রাজনৈতিক দল। অন্যদিকে বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াত হলো মুক্তিযুদ্ধের বিরোধী রাজনৈতিক শক্তির কেন্দ্র। যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছিল পঁচাত্তরের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার পর। আর এ কারণেই বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে যদি বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতের ঐক্য হয় তাহলে অবাক হবার কিছু থাকবে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার উর্মির বিরুদ্ধে আরেক মামলা

নিজস্ব প্রতিবেদক: সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহিতা ও এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বুধবার

আরইবি-পবিস একীভূতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি

সেলিম রেজা স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বৈষম্য নিরসন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দ্বৈত ব্যবস্থার অবসান এবং ৭ দফা দাবিতে

যে কারণে আওয়ামী লীগকে বেছে নিল যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের তিন সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পর এটা স্পষ্ট হল যে, যুক্তরাষ্ট্র এখন দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক এগিয়ে

‘সকল ইসলামি শক্তির ঐক্যের বিকল্প নাই’ বাঁশখালীতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলনে বক্তারা  

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার কালীপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে বাঁশখালীর পীর

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে

সিরাজগঞ্জে জোরপূ্র্বক ভাড়াকৃত দোকান দখলের অভিযোগ 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে চারটি দোকান ভাড়া নিয়ে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ভদ্রঘাট বাজারে শহিদুল ইসলামের ক্রয়কৃত ২ শতকের উপর নির্মিত