বিএনপির হাল ধরছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: গত রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের বাসা ফিরোজায় বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। রাত ৮ টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরোজায় প্রবেশ করেন। প্রায় ঘণ্টা খানেক তিনি সেখানে অবস্থান করেছিলেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বেগম জিয়ার শারিরীক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেই তিনি ফিরোজায় গিয়েছিলেন। কিন্তু বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে পরামর্শ করার জন্যই ফিরোজায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বের হবার পর এটি মির্জা ফখরুলের বেগম জিয়ার সঙ্গে তৃতীয় দফা সাক্ষাৎ। এখন ঘন ঘন সাক্ষাৎকার করে বেগম জিয়ার কাছ থেকে মির্জা ফখরুল রাজনৈতিক পরামর্শ গ্রহণ করছেন এমন গুঞ্জন বিএনপির মধ্যে রয়েছে।’

বিএনপির একজন স্থায়ী কমিটির নেতা স্বীকার করেছেন যে, বেগম খালেদা জিয়া যেহেতু রাজনীতিতে বিচক্ষণ এবং রাজনীতিতে অভিজ্ঞ সেকারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করছেন।

বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেছেন যে, লন্ডনে পলাতক তারেক জিয়াকে সব সময় পাওয়া যায় না। অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বিলম্ব হয়। নানা রকম জটিলতা সৃষ্টি হয়। এবং সবচেয়ে বড় কথা হলো তারেক জিয়া অনেক কথা শুনতেই চান না। সেদিক থেকে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের জন্য অনেক পছন্দের। কারণ বেগম জিয়া সমস্যগুলো শুনেন এবং নেতারা কি ধরনের সমাধান করতে চান সেই ব্যাপারে তাদের মতামত শুনেন, তারপর তিনি সিদ্ধান্ত দেন। যেকারণে এখন বিএনপির নেতৃবৃন্দ বেগম জিয়ার সাথে একধরনের যোগাযোগ করেছেন এবং সেখানে বিএনপি মহাসচিব বেগম জিয়ার কাছ থেকে কিছু বিষয় পরামর্শ গ্রহন করছেন এবং এ পরামর্শের ভিত্তিতে দল পরিচালিত হচ্চে।

বেগম খালেদা জিয়া ২০২০ সালের মার্চ থেকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আওতায় সরকারের অনুকম্পায় জামিনে রয়েছেন। দুই শর্তে তাকে জামিন দেয়া হয়েছে। শর্তগুলো হলো, তিনি বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করবেন। কোন রাজনৈতিক কর্মকান্ডে তার জাড়িত থাকার কথা না। আর এ কারণেই বেগম জিয়া নিজেকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে।

তবে, সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়াকে আগের চেয়ে তৎপর দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপির নেতারা এখন ঘন ঘন ফিরোজায় যাচ্ছেন। ফিরোজায় যাওয়ার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ থাকলেও যখন গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তখন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে’।

একটি সূত্র বলছে, এভারকেয়ারে বিএনপির অনেক নেতারা পূর্বে থেকেই অবস্থান করছেন, অনেকেই তাকে দেখতে যাচ্ছেন। ফলে সেখানে তাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলের একাধিক নেতা বলছেন, আন্দোলনের গতি প্রকৃতি, জামায়াতের সঙ্গে কি হবে, জোটগতভাবে বিএনপি আন্দোলন করবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে বেগম জিয়ার সাথে ঘন ঘন দেখা করছেন দলটির মহাসচিব।

গত কালের বৈঠকেও দলের সম্ভাব্য কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছিলো বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত দুইজন নেতাকে ডিসেম্বরে কাউন্সিলের কথা বলেছেন। এছাড়াও জোটগত ভাবে আন্দোলনের ব্যাপারেও বেগম জিয়া সবুজ সংকেত দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আবার একজন বিএনপি নেতা দাবি করেছেন যে, আপাতত বড় ধরনের আন্দোলন গোছানোর জন্য পরামর্শ দিয়েছেন বেগম জিয়া। তবে, বেগম জিয়া যে এখন তারেক জিয়ার সঙ্গে নেতৃত্বের লড়াইয়ে আধিপত্য বিস্তার করেছেন তা মির্জা ফরুল ইসলাম আলমগীরের ঘন ঘন ফিরোজায় যাত্রার মধ্য দিয়েই প্রমাণিত হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পানিবন্টন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মিথ্যাচার

আন্তর্জাতিক ডেস্ক: ফারাক্কা এবং তিস্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি না করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা

‘শিবির বলে পুলিশের হাতে তুলে দে’

ঠিকানা টিভি ডট প্রেস: আবরার ফাহাদকে পিটিয়ে মারার আগে ফেসবুক মেসেঞ্জারে এ নিয়ে কথা বলেছেন খুনিরা। আবরারকে নিয়ে অন্তত ১৭ জনের কথোপকথনের রেকর্ড পেয়েছে তদন্তসংশ্লিষ্ট

একদিন বাড়ল দুর্গাপূজার ছুটি

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। চলতি মাসে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় পূজার ছুটি থাকবে চার দিন। প্রজ্ঞাপন দ্রুতই দেয়া

রাজারবাগে লাশের সারি, পালাচ্ছেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মূল ব্যারাক রাজারবাগ পুলিশ লাইনসে আসতে শুরু করেছে বিভিন্ন থানায় বিক্ষুব্ধ জনতার হাতে নিহত পুলিশ সদস্যদের লাশ। লাশের

‘তুই বেশি বারাগেছু, তোক কুরবানি দিমু ঈদের আগে’

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালামকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ