আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘বিএনপির ভারত বিরোধীতা: কফিনের শেষ পেরেক’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি এখন প্রকাশ্যে ভারত বিরোধী কর্মসূচিতে নেমেছে। ভারত বিরোধীতার মাধ্যমে প্রথমে তারা আওয়ামী লীগকে চাপে ফেলতে চায়, কোণঠাসা করতে চায় এমন কৌশল গ্রহণ করেছে। আর সে কারণেই সারা দেশে মালদ্বীপের কায়দায় ইন্ডিয়া আউট কর্মসূচি পালন করছে। যে কর্মসূচির প্রধান লক্ষ্য হলো ভারতীয় পণ্য বর্জন করা।’

শুধু ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েই বিএনপি ক্ষান্ত হয়নি। ভারত বিরোধীতা যেন জনগণের মধ্যে সঞ্চারিত হয় সেজন্য বিএনপির পক্ষ এখন ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে। বিএনপি নেতারা প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে নানা রকম বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন। অবশ্য ৭ জানুয়ারি নির্বাচনের পর থেকেই বিএনপির মধ্যে ভারত বিরোধী মনোভাব এবং ভারত বিরোধী বক্তব্য শোনা যাচ্ছিল। এখন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য হয়েছে। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিএনপির এই কৌশল বিএনপির জন্য আত্মঘাতী কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

একথা অস্বীকার করার কোন কারণ নেই যে, ৭৫ এর ১৫ আগস্টের পর পাকিস্তানপন্থীরা বাংলাদেশে ভারত বিরোধীতার জিকির তুলেছিল এবং একটি নির্লজ্জ অপপ্রচার এবং মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশে একটি ভারত বিরোধী আবহ সৃষ্টি করেছিল। ভারত বিরোধী চেতনাকে কেন্দ্র করেই তারা আওয়ামী লীগকে কোণঠাসা করেছিলো, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করেছিলো এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিকে আবার ক্ষমতায় বসতে সহায়তা করেছিলো। কিন্তু ৭৫ এর সেই বাস্তবতা এখন আর নেই। বৈশ্বিক বাস্তবতাও পাল্টে গেছে। ৭৫ এর ভারত আর এখনকার ভারত এক নয়। সবকিছু মিলিয়ে বিএনপির এই ভারত বিরোধীতা দলটিকে এক ভয়ঙ্কর সঙ্কটের দিকে ঠেলে দিলে পারে এবং দলটির কফিনে শেষ পেরেক ঠুকতে পারে বলে অনেকে মনে করছে। যে কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, বিএনপির ভারত বিরোধীতা তাদেরকে বড় ধরনের সঙ্কটে ফেলতে পারে। তার মধ্যে একাধিক কারণ রয়েছে।

প্রথমত, ভারত বিরোধীতা করলে বিশ্বে অন্যান্য দেশের কাছেও গ্রহণযোগ্যতা হারাবে বিএনপি। কারণ ভারতের ওপর সবাই এখন নির্ভরশীল। বৈশ্বিক রাজনীতিতে ভারত একটি প্রভাবশালী দেশই নয়, নিয়ন্ত্রক দেশও বটে। বাংলাদেশের নির্বাচনই তার প্রমাণ। সেখানে ভারত যুক্তরাষ্ট্রের মনোভাবকে পাল্টে দিতে মুখ্য ভূমিকা পালন করেছিল। সেই ভারত বিরোধীতা যদি বিএনপি শুরু করে তাহলে বৈশ্বিকভাবে বিএনপিকে প্রত্যাখ্যান করার ডাক আসবে। সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটি বিএনপির জন্য একটি বড় ধরনের কৌশলগত ভুল বলে অনেকে মনে করছেন।’

দ্বিতীয়ত, ভারত বিরোধীতার মাধ্যমে বিএনপি যে কূটনৈতিক নীতি গ্রহণ করেছে সে কূটনৈতিক নীতি আন্তর্জাতিকতা এবং সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের নীতির সাথে সামঞ্জস্য পূর্ণ নয়। ফলে বিএনপি ভারত বিরোধী, সাম্প্রদায়িক এবং জঙ্গী পৃষ্ঠপোষক রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পাবে। যার ফলে বিএনপির সামনের দিনগুলোতে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি বয়ে বেড়াতে হবে এবং রাজনৈতক এককিত্ব গ্রহণ করতে হবে।

তৃতীয়ত, বাংলাদেশে যারা অসম্প্রদায়িতক চেতানায় বিশ্বাস করে, সেকুলার রাজনৈতিক চর্চা করে এবং যারা মনে প্রাণে জানে যে, ভারত বিরোধীতা একটা ভুল এবং রাজনৈতিক কুৎসিত নোংরা খেলা তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিবে। বিএনপির অপরাজনীতিকে কোনভাবেই সমর্থন দিবে না। ফলে দেশে বিদেশে সবকিছু মিলিয়ে বিএনপি একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হবে। এটি বিএনপির রাজনৈতিক অস্তিত্বকে সঙ্কটে ফেলবে বলে অনেকে মনে করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্র আন্দোলনে সমর্থন দেওয়ায় সাদিয়া আয়মানকে নিয়ে আপত্তিকর মন্তব্য

ঠিকানা টিভি ডট প্রেস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, আওয়ামী লীগ সমর্থক কয়েকজন শিল্পী একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে মিলিত হয়ে আন্দোলনকারীদের বিরোধিতা করেছিলেন। এই গ্রুপে অভিনেত্রী

আ.লীগের অনুপ্রবেশের শঙ্কায় ‘সমবেত কণ্ঠে জাতীয় সংগীত’ কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে চাকরিচ্যুত হওয়া ও স্বৈরাচারী হাসিনা সরকার কর্তৃক আয়নাঘরে নির্যাতিত বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীর মহান জাতীয় সংগীত পরিবর্তনের দাবীর প্রেক্ষিতে সামাজিক

এমপি আনার হত্যাকান্ডে জড়িত কে এই শিলাস্তি রহমান

ঠিকানা টিভি ডট প্রেস: আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় শিলাস্তি রহমান নামে এক তরুণীর নাম উঠে এসেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শিলাস্তিকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার

ভূঞাপুরে পৌর শহরে রাস্তায় ভোগান্তি 

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের রাস্তায় যাতায়াতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীত দিকে কাজল সিনেমা হলের পাশ দিয়ে তারিকুল

টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচারে আইনগত ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকার অনুমোদিত দেশি ও বিদেশি টিভি চ্যানেলের ফিড কেবলমাত্র বৈধ ও অনুমোদিত ক্যাবল ও ডিটিএইচ অপারেটর গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে। এর বাইরে অন্য

‘জামায়াত-বিএনপির সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটছে। একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি নতুন করে সম্পর্ক গড়ছে। জামায়াত এবং বিএনপির এই উষ্ণতা আন্তর্জাতিক মহল ইতিবাচকভাবে