নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিনের জন্য বিশেষ আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ আগস্ট’) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ বিষয়ে শুনানি হয়।
বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন বলেন, ‘আমরা তার পক্ষে বিশেষ আবেদনমূলে জামিন আবেদন করেছি। দীর্ঘ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।’
২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় সে সময়কার চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
স্ত্রী হত্যার ঘটনায় প্রথমে বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেন। পরে তদন্তে তার নাম উঠে এলে বাবুলকে আসামি করে মামলা করেন মিতুর বাবা।’