বাকি বেনজীরদের কী হবে’

নিজস্ব প্রতিবেদক: বেনজীর আহমেদকে নিয়ে এখন দেশে তোলপাড় চলছে। বেনজীর আহমেদের দুর্নীতি, তার আলাউদ্দিনের চেরাগ এবং রত্নভাণ্ডার নিয়ে এখন দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। আর এই আলোচনার মধ্যে একটি জিনিস সামনে আসছে তা হলো বেনজীর কী একা? বেনজীর কী একাই এ রকম বিপুল লুণ্ঠন করেছে’?

অনেক সাধারণ নাগরিক মনে করেন যে, বেনজীর একা না, এরকম লুণ্ঠনকারীদের সংখ্যা অনেক। আর এখানেই প্রশ্ন উঠেছে শুধু বেনজীর কেন, অন্য বেনজীরদের কী হবে? তারা আইনের আওতায় আসবে কবে?

সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে শূন্যতা সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছেন এবং কোন দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না। আর এ কারণেই বেনজীরের এই ঘটনার পর যদি অন্য দুর্নীতিবাজরা মনে করে যে তারা পার পেয়ে যাবে তাদের জন্য এটা ভুল হবে।

গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান দুইজনই বলেছেন, অপরাধী যত প্রভাবশালী হোক না কেন তাকে সরকার সাপোর্ট দেবে না। আর এই বক্তব্যের পর অনেকেই হয়তো মনে করছেন সামনের দিনগুলোতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান দৃশ্যমান হবে। তবে এই কঠোর অবস্থান কতটুকু শেষ পর্যন্ত কঠোর থাকবে তা নিয়েও অনেকের সন্দেহ রয়েছে।

কেউ কেউ বলছেন, বেনজীর শুধু একাই নন, প্রশাসনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বেনজীরের মতো এরকম দুর্বৃত্ত প্রচুর আছে। যারা ক্ষমতায় থেকে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন। এই সমস্ত বেনজীরদের কারণেই দেশের অর্থনীতিতে সংকট তৈরি হয়েছে। এরা শুধু লুণ্ঠন করে দেশেই সম্পদের পাহাড় করেননি, এরা বিদেশে অর্থ পাচার করছে।’

দুর্নীতি দমন কমিশনই বলছেন, বেনজীরের দেশে যেমন সম্পদ আছে, তেমনই বিদেশেও সম্পদ আছে। বিভিন্ন দেশের কথা দুর্নীতি দমন কমিশন উল্লেখ করে বলেছে যে, এই সমস্ত দেশে হয়তো তারা অর্থ পাচার করে থাকতে পারে। আর এটিই যদি সত্যি হয় তাহলে পরে বেনজীরের মতো আরও যারা অর্থপাচারকারী আছে তাদেরও আইনের আওতায় আনা উচিত বলে সাধারণ মানুষরা মনে করেন।

বিশ্লেষকরা বলছেন, বেনজীরের এই ঘটনা সকলের জন্য একটি শিক্ষা এবং এই ঘটনার মাধ্যমে সরকারের জন্য কতগুলো অনিবার্য দায়িত্ব সামনে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে প্রথমত, যারা শীর্ষ পদে আছেন তাদেরকে নজরদারিতে রাখা এবং জবাবদিহিতার মধ্যে আনা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, তারা কী করছেন না করছেন সে সম্পর্কে খোঁজখবর নেওয়া দরকার। তৃতীয়ত, এই ধরনের নিয়োগের আগে তার অতীত, ট্র্যাকরেকর্ড এবং তার মানসিকতাও গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত’।

চতুর্থত, পেশাদারিত্বের ভিত্তিতে পদোন্নতি এবং পদায়ন করা উচিত। বেনজীরের মতো আরও যারা বিভিন্নরকম দায়িত্বে থেকে নানা রকম দুর্নীতি করছেন তাদের কথা প্রায় গণমাধ্যমে নানা ভাবে প্রকাশিত হয়ে। কিন্তু প্রত্যেকটি ঘটনায় আমলে নেওয়া হয় না। আর এ কারণেই সংশ্লিষ্ট সকলে মনে করেন যে, যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন পদে তারা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করছেন কি না সে ব্যাপারে সরকারের নজরদারি বাড়ানো দরকার।

তবে সবচেয়ে কথা হচ্ছে যারা সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত হয়ে বিভিন্ন দায়িত্ব নিচ্ছেন এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনিয়ম, দুর্নীতি করছেন তাদের ব্যাপারে সরকারকে আরও কঠোর হতে হবে, নির্মোহ হতে পারে। একা বেনজীর নয়, এর যত বেনজীর আছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। তবে সরকারের বিভিন্ন সূত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন যে, সরকার ধাপে ধাপে সকলের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির দায়ে ভিয়েতনামের ধনকুবেরের মৃত্যুদণ্ড’

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের এক শীর্ষস্থানীয় ধনী ব্যবসায়ী ৪৪ বিলিয়ন ডলার আত্মসাতের মামলায় মৃত্যুদণ্ডর মুখোমুখি হতে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা এটি। বৃহস্পতিবার (১১

টাঙ্গাইলে যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পূণার্থী‌দের ঢল 

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলের যমুনা নদী‌তে মহাষ্টমীতে হাজার হাজার পূর্ণার্থী‌দের পদচারণায় মুখরিত স্নান ঘাট। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভো‌র থে‌কে ভুঞাপুর উপ‌জেলার খান‌ুরবা‌ড়ি সরাতলা কা‌লীম‌ন্দির

চারদিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চারদিনের দ্বিপক্ষীয় সফর উপলক্ষ্যে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট

আর চুক্তিভিত্তিক নিয়োগ নয়: প্রশাসনের শীর্ষ দুই পদে কারা আসছে

নিজস্ব প্রতিবেদক: সরকার আর ঢালাওভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আর এই তথ্যের বাস্তবতা পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে।

ছাত্রীদের পেটানো সেই তরুণ কুয়াকাটা ছাত্রলীগের কর্মী

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে আন্দোলনরত ছাত্রীদেরকে লাঠিহাতে আক্রমন করছে এক ছাত্রলীগ কর্মী। এমন একটি ছবি ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে

দুর্নীতিগ্রস্ত সার্ভেয়ারকে চাকরিতে পুনর্বহাল প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব যা জানালেন

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি প্রমাণিত হওয়ার জেরে বাধ্যতামূলক অবসরে পাঠানো ভূমি মন্ত্রণালয়ের এক সার্ভেয়ারকে সম্প্রতি চাকরিতে ফের পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রিপরিষদ সচিব মোঃ