বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরীন যশোর জেলার উদ্যোগে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও ডায়েরি বিতরন অনুষ্ঠান।
দেশের খ্যাতনামা মুফাসসীর দের নিয়ে গড়া এ সংগঠন টি ধারাবাহিকভাবে সকল জেলায় এ অনুষ্ঠান করে যাচ্ছে। দেশের সকল ওয়ায়েজিন ও মুফাসসীরদের প্রকৃত দ্বীনের দায়ী ও একটি প্লাটফর্মে ঐক্যবদ্ধ করতেই এই প্রচেষ্টা।
মাওলানা শফিকুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরীনের মহাসচিব অধ্যাপক নুরুল আমীন। যশোর জেলা মাজলিসুল মুফাসসীরীনের সভাপতি মুফতি আলি আকবারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালে যোগ দিয়ে মুল্যবান বক্তব্য রাখেন মাজলিসুল মুফাসসীরীনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা লুতফর রহমান, মহাসচিব অধ্যাপক নুরুল আমীন, মাওলানা ফখরুদ্দীন আহমেদ ও মাওলানা রুহুল আমীন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরীন যশোর জেলার সহ সভাপতি মাওলানা আব্দুল লতিফ কুরআন থেকে দরস পেশ করেন। বক্তব্য রাখেন এডভোকেট গাজী এনামুল হক সহ যশোরের খ্যাতিমান মুফাসসীর বৃন্দ। অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন দেশের আলোড়ন সৃষ্টিকারী শিল্পী এডভোকেট রোকনুজ্জামান ও কবির বিন সামাদ। ডায়েরি বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।