‘বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান আসছে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনো যুক্তরাষ্ট্র তার আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচন পরবর্তী একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেই সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে যে, বাংলাদেশের ৭ জানুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ওই রিপোর্টিই বলা হয়েছে যে, মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল যখন পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে, তখন সেই রিপোর্টের ভিত্তিতে তারা তাদের অবস্থান ব্যক্ত করবে।

জানা গেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রস্তুত প্রায় সম্পন্ন হয়েছে। চলতি মাসের যে কোনও সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিবেদনটি জমা দেওয়া হবে। এই প্রতিবেদনের পরই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করবে। তবে একাধিক সূত্র বলছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ রিপোর্ট অবস্থার খুব একটা পরিবর্তন হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনকে ত্রুটিপূর্ণ মনে করছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ মনে করছে না, তেমনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকে এবং মার্কিন স্বার্থ যেন বাংলাদেশে সংরক্ষিত থাকে, সেই বিষয়টি নিয়েও মনোযোগ দিবে।’

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, নির্বাচনের ত্রুটি-বিচ্যুতিগুলো তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক সমঝোতা এবং গণতান্ত্রিক সহনশীলতার উপর গুরুত্ব দিবে। রাজনৈতিক দলগুলো যেন একে অন্যের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগ নেয় সেই সেই পরামর্শ দেবে। এই রিপোর্টের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেবে, তার একটা ধারণা পাওয়া যাবে।

প্রসঙ্গত যে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসাবে নির্বাচনের জন্য তাগিদ দেন এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হলে ভিসা নিষেধাজ্ঞা আরোপেরও সতর্কবার্তা দিয়েছিলেন। কিন্তু, নির্বাচনের পর এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কাউকে নিষেধাজ্ঞা দেবে কি দেবে না এটি মার্কিন পররাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে, তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা না দেওয়ার কারণে এই নিষেধাজ্ঞার গুরুত্ব যে অনেকটাই কমে যাচ্ছে, এ ব্যাপারে কূটনৈতিক মহল একমত।

সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু সতর্কবার্তা দিতে পারে এবং রাজনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে যেন একটি গণতান্ত্রিক পরিবেশ থাকে, সে ব্যাপারেও মার্কিন প্রতিবেদনে উল্লেখ থাকবে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কোনও বড় ধরনের বিরোধে জড়াতে চায় না বলেই মনে করছেন কূটনৈতিক মহল। নির্বাচনের ত্রুটির বিষয়টি উপেক্ষা করেই তারা সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে যেতে চায়।

কূটনীতিকরা বলছেন যে, ২০১৮ সালের নির্বাচন নিয়েও যুক্তরাষ্ট্রের প্রশ্ন ছিল। তারা তাদের প্রতিবেদনেও ২০১৮ সালে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি বলেছে প্রশ্ন তুলেছে। কিন্তু, তারপরও তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে গেছে। এবারও ঠিক একই রকম ঘটনা ঘটবে বলেই মনে করা হচ্ছে। এই আনুষ্ঠানিক রিপোর্টের পরই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকেন্দ্রীক যে অভিযাত্রা সেটি শেষ হবে। এই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানই ব্যক্ত করুক না কেন, সেটিই হবে চূড়ান্ত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি, ফ্রান্সের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার ৭১

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের

ভারত-পাকিস্তান ম্যাচে ‘ফিক্সিং’ এর অভিযোগ

ঠিকানা টিভি ডট প্রেস: বিশ্বকাপের ভারত-পাকিস্তান লড়াই মানেই যেনো আলাদা উত্তেজনা। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের আগ্রহের কমতি থাকে না এই ম্যাচকে ঘিরে। দুই দেশের রাজনৈতিক

ব্যক্তির দুর্নীতির দায় নেবে না সরকার

নিজস্ব প্রতিবেদক: গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতির মাধ্যমে এই নিষেধাজ্ঞার

স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে। যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত’

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ

স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে

অনলাইন ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উত্তেজনা মাঠ থেকে গ্যালারিতেও ছড়িয়ে পড়েছে। দিন-রাতের অ্যাডিলেড টেস্টে স্যান্ডপেপার ইস্যু নিয়ে ভারতীয় এক সমর্থকের কর্মকাণ্ড নতুন করে বিতর্কের জন্ম