‘বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান আসছে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনো যুক্তরাষ্ট্র তার আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচন পরবর্তী একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেই সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে যে, বাংলাদেশের ৭ জানুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ওই রিপোর্টিই বলা হয়েছে যে, মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল যখন পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে, তখন সেই রিপোর্টের ভিত্তিতে তারা তাদের অবস্থান ব্যক্ত করবে।

জানা গেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রস্তুত প্রায় সম্পন্ন হয়েছে। চলতি মাসের যে কোনও সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিবেদনটি জমা দেওয়া হবে। এই প্রতিবেদনের পরই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করবে। তবে একাধিক সূত্র বলছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ রিপোর্ট অবস্থার খুব একটা পরিবর্তন হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনকে ত্রুটিপূর্ণ মনে করছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ মনে করছে না, তেমনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকে এবং মার্কিন স্বার্থ যেন বাংলাদেশে সংরক্ষিত থাকে, সেই বিষয়টি নিয়েও মনোযোগ দিবে।’

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, নির্বাচনের ত্রুটি-বিচ্যুতিগুলো তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক সমঝোতা এবং গণতান্ত্রিক সহনশীলতার উপর গুরুত্ব দিবে। রাজনৈতিক দলগুলো যেন একে অন্যের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগ নেয় সেই সেই পরামর্শ দেবে। এই রিপোর্টের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেবে, তার একটা ধারণা পাওয়া যাবে।

প্রসঙ্গত যে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসাবে নির্বাচনের জন্য তাগিদ দেন এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হলে ভিসা নিষেধাজ্ঞা আরোপেরও সতর্কবার্তা দিয়েছিলেন। কিন্তু, নির্বাচনের পর এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কাউকে নিষেধাজ্ঞা দেবে কি দেবে না এটি মার্কিন পররাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে, তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা না দেওয়ার কারণে এই নিষেধাজ্ঞার গুরুত্ব যে অনেকটাই কমে যাচ্ছে, এ ব্যাপারে কূটনৈতিক মহল একমত।

সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু সতর্কবার্তা দিতে পারে এবং রাজনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে যেন একটি গণতান্ত্রিক পরিবেশ থাকে, সে ব্যাপারেও মার্কিন প্রতিবেদনে উল্লেখ থাকবে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কোনও বড় ধরনের বিরোধে জড়াতে চায় না বলেই মনে করছেন কূটনৈতিক মহল। নির্বাচনের ত্রুটির বিষয়টি উপেক্ষা করেই তারা সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে যেতে চায়।

কূটনীতিকরা বলছেন যে, ২০১৮ সালের নির্বাচন নিয়েও যুক্তরাষ্ট্রের প্রশ্ন ছিল। তারা তাদের প্রতিবেদনেও ২০১৮ সালে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি বলেছে প্রশ্ন তুলেছে। কিন্তু, তারপরও তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে গেছে। এবারও ঠিক একই রকম ঘটনা ঘটবে বলেই মনে করা হচ্ছে। এই আনুষ্ঠানিক রিপোর্টের পরই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকেন্দ্রীক যে অভিযাত্রা সেটি শেষ হবে। এই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানই ব্যক্ত করুক না কেন, সেটিই হবে চূড়ান্ত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারী বর্ষণে তলিয়ে গেছে দক্ষিণের তিন জেলা

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর কয়েক লাখ বাসিন্দা পানিবন্দি হয়ে পড়ছেন। হাজার হাজার হেক্টর এলাকার

অপকর্ম ধামাচাপা দিতেই বেকার মুক্তি পরিষদের সভাপতির বিরুদ্ধে অপপ্রচার 

নিজস্ব প্রতিনিধি: মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করে নিজেদেরকে সাধু ভাবেন হাসান জামান ও রাজু বললেন, বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজা। আজ বৃহস্পতিবার

নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়েছেন সাবেক মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খেয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ডিবিএ

ঠিকানা টিভি ডট প্রেস: টানা দরপতন বেহাল দশা দেশের পুঁজিবাজারে। ধারাবাহিকভাবে সূচক কমতেছেই। আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা দিন দিন বাজার থেকে আস্থা হারাচ্ছে। এমন অবস্থায় জরুরি

শেখ হাসিনাই এখন আওয়ামী লীগের প্রাণভোমরা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ জুন আওয়ামী লীগ ৭৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। ৭৫ বছরেও এই রাজনৈতিক দলটি সবুজ, তারুণ্যে উদ্দীপ্ত এবং অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক