বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
এরপর পরিষদের শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সপন নন্দ্বী, থানা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ, নির্বাচন অফিসার হারুন মোল্লা, ফায়ার সার্ভিস ইনচার্জ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলাদাভাবে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।