বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান ২০ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
গত মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১১ টা ৪০ মিনিটের সময় উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া কুলীন পাড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় মো. খালেদুল হক এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে বাঁশখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আযাদুল ইসলাম জানান, ‘বৈলছড়িতে বসতঘরে আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছি। পরে ফায়ার সার্ভিসের টিমদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। যথাসময়ে না পৌছালে আরো ভয়াবহ ঘটনা ঘটে যেতো। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।