বাঁশখালীতে বসতভিটা দখলের অভিযোগে মামলা, ক্ষিপ্ত হয়ে বাদীর ঘরে অগ্নিসংযোগ-লুটপাট

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় জোরপূর্ব বসতভিটা দখল, নির্মাণসামগ্রী লুণ্ঠন, শ্রমিকদের মারধর ও হত্যার হুমকির ঘটনায় বাদীপক্ষ এজহারনামীয় ৯জন কে আসামী করায় ক্ষিপ্ত হয়ে রোববার দিবাগত রাতে প্রতিপক্ষের বসতবাড়িতে পুনঃরায় আগ্নিসংযোগ ও মালামাল লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মামলার বাদী শাহ জাহান বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী মৃত্যুবরণ করায় আমি এতিম সন্তানদের নিয়ে আমার স্বামীর ত্যাজ্য বিত্ত বসতভিটায় বসবাস করে আসছি। আমার স্বামীর বসতভিটায় দুই তলা পাকা ভবন নির্মাণ করি। একই এলাকার মৃতু নুরুল হুদার পুত্র মাহমুদুল ইসলাম (৪৫), শহিদুল ইসলাম (৩৫), আব্দুল ওয়াজেদ (৩০), আব্দু নুর (২৮) সহ দলবল ও কিশোরগ্যাং নিয়ে আমার স্বামীর বসতভিটা জোর পূর্বক দখলের উদ্দেশ্যে সর্বশেষ গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বসতভিটার চারদিকে বাউন্ডারি দেওয়াল নির্মান কাজ করলে আসামীগণ শ্রমিকদের উপর হামলা করে। আমাদের গুরুতর জখম করে মালামাল লুট করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে অভিযুক্ত ৯ জনকে আসামী করে বাঁশখালী থানায় মামলা দায়ের করি।

এ ঘটনায় মামলার অন্যতম আসামী শহিদুল ইসলাম (৩২) কে রোববার (১৮ ফেব্রুয়ারী) রাতে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামীগণ রোববার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে আমার বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ চালায়। বাড়িতে থাকা নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল ও ইলেকট্রনিক্স মালামাল লুঠ করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন বাদীপক্ষের শাহ জাহান বেগম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর রাত ৪টার দিকে নির্মিত পাকা ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলতে দেখি। পরে এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

এ ঘটনার তদন্তকারী বাঁশখালী থানার এসআই মো. ফারুখ বলেন, ‘পুনঃরায় ক্ষিপ্ত হয়ে আসামী ও তাদের লোকজন অগ্নিসংযোগ ও মালামাল লুঠের খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদ বলেন, আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি বাসের ধাক্কা লেগেছে। এতে দুই শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।’ শুক্রবার (২৮ জুন’)

রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন : কাদের

আজ বিশ্বময় ও জাতীয় পর্যায়ে সংকট চলছে। আমাদের দেশ এসব সংকটের বাইরে নয়। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন বলে মন্তব্য করেছেন

কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত

‘ভারতের নির্বাচন: বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে কার পক্ষে’

নিজস্ব প্রতিবেদক: ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণ হবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এই রাষ্ট্রটিতে। আগামী ৪ জুন

সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর দাবিতে গণঅধিকার পরিষদের মানব বন্ধন ও বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকাগামী সিরাজগঞ্জ জেলার একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু করার দাবিতে গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার

তুর্কি ড্রোনে রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেছে। তুরস্কের আকিনসি ড্রোন দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে। উদ্ধারকারী দল ওই স্থান থেকে