বাঁশখালীতে গাছ কাটার অভিযোগে মামলা, সাক্ষিদের মারধরের হুমকী!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বন্দোবস্তিকৃত মালিকানাধীন ভোগদখলীয় সৃজিত বাগানের ভূয়া মালিকানা দাবী করে জোর পূর্বক জায়গা দখলের অপচেষ্ঠায় শতাধিক বনজ, ফলজ গাছ কেটে ফেলা এবং সেগুলো চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিকার চেয়ে বাগান মালিক মাও মো. এয়াছিন বাদী হয়ে ঊনত্রিশজনের নাম উল্লেখ করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরো ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামীয় আসামী করা হয়। উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই গ্রামের আলহাজ্ব আমান উল্লাহর পুত্র মাও মো. এয়াছিন বন্দোবস্তিমূলে প্রাপ্ত ভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ এবং বনজ গাছ রোপণ করেন এবং তথায় ভোগদখলে আছেন। পালেগ্রাম মৌজার বি.এস ৩৫০৬, ৩৪৮৩ দাগের এক একর ৫০ শতক ভূমি তার পিতা আলহাজ্ব আমান উল্লাহ ও মাতা নুর আয়েশা বন্দোবস্তিমূলে প্রাপ্ত হয়। যার প্রেক্ষিতে তার পিতা ও মাতার নামে নামজারী বি.এস খতিয়ান নং- ১৫২৫ শুদ্ধভাবে লিপি হয়। একই সাথে উক্ত মৌজার বি.এস ৩৫০৬/১ দাগের এক একর ভূমি তার (মাও মো. এয়াছিন) ও তার স্ত্রী ফাতেমা খাতুন বন্দোবস্তিমূলে প্রাপ্ত হয়। যার প্রেক্ষিতে তারা স্বামী-স্ত্রী দু’জনের নামে নামজারী বি.এস খতিয়ান নং- ১৫৫৮ শুদ্ধভাবে লিপি হয়। আসামীরা দীর্ঘদিন ধরে তাদের দখলীয় ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিলো বলে জানান তিনি।

মামলার বাদী মো. এয়াছিন জানান, ‘এরই জের ধরে গত ৯ নভেম্বর সকালে আমাদের দখলীয় ভূমিতে আসামীগণ বেআইনীভাবে জনবল নিয়ে সৃজিত বাগানের বহু বছরের পুরানো প্রায় ৪০টি লিচু গাছ, ১০টি বড় আম গাছ, একাশি গাছ ২০টি, গামারী গাছ ৬০টি, মেহগণি গাছ ৪০টি, গর্জন গাছ ১০টি দা, কুঁড়াল, করাত দিয়ে কেটে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষতি সাধিত হয়েছে বিশ লক্ষ টাকা। এ বিষয়ে স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে গত ১১ ডিসেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর মামলা দায়ের করি। আসামীরা মামলার খবর পেয়ে আমার স্বাক্ষীদের নানাভাবে মারধরের হুমকি-ধমকী দিচ্ছে।’

এ বিষয়ে জানতে চেয়ে প্রতিপক্ষের আব্দুল কাদের ও আব্দুল মান্নানের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী জানান, ‘বেআইনীভাবে গাছ কাটার অভিযোগে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে আজগর আলী, আব্দুল কাদের, রোবেল, আলম, আনোয়ার, আব্দুল মুবিন, জমির উদ্দীন, আলী আকবর, মোঃ ফারুক, রোবেল, আব্দুল মান্নান সহ ২৯ জনের নামোল্লেখ পূর্বক আজ্ঞাত আরো ১৫০/২০০ জনের বিরুদ্ধে সি.আর মামলা দায়ের করেন মামলার বাদী। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে তদন্তপূর্ব প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘মামলা সংক্রান্ত বিষয়ে এখনো কোনো অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির মেয়াদ পেরিয়ে গেলেও হচ্ছেনা নির্বাচন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের শুরুতেই। নিয়মানুযায়ী মেয়াদ শেষ হবার আগেই

নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার

‘আওয়ামী লীগ-বিএনপির সমঝোতার পাঁচ প্রস্তাব আলোচনার টেবিলে’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের পর আওয়ামী লীগ উজ্জীবিত, বিএনপি হতাশ। আর হতাশ বিএনপি হতাশা কাটানোর জন্য এখন নতুন করে দলকে সংগঠিত করা, নেতাকর্মীদের

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকিমশন ঘেরাওয়ে বাধা দেওয়ায় উগ্রবাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। এ ঘটনা ঘটেছে। বাংলাদেশ

ছাত্রদল পরিচয়ে’ ঢাকা টিটি কলেজে ফের গণরুম খুললো ছাত্রলীগের সাবেক কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটি কলেজ) একমাত্র পুরুষ (স্নাতক)। হলে ফের চালু হয়েছে গণরুম কালচার। এ ঘটনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া

দিল্লির একটি গ্রোসারিতে দেখা গেলো সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে

নিজস্ব প্রতিবেদক: দিল্লির একটি গ্রোসারিতে দেখা গেছে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে। রবিবার বিকেলে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দি হন শেখ হাসিনার সময়কার