শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় শুক্রবার রাতে মো. দিদারের পালিত গাভীর একচোখা একটি বাছুরের জন্ম হয়। বাচ্চা হওয়ার পরপরই এমন সংবাদে এলাকায় হৈ চৈ পড়ে যায়।
এক চোখের গরুর বাছুরটিকে একনজর দেখতে মো. দিদারের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। বাচুরের চার পা, কান ও লেজ স্বাভাবিক থাকলেও নাক নাই। একটিমাত্র চোখ নিয়ে জন্ম নেওয়া বাচুরের চোখটিও আবার কপালের নিচে।
ঘটনাটি ঘটেছে পৌরসভার উত্তর জলদী ৪ নম্বর ওয়ার্ডের কৃষক মো. দিদারের বাড়িতে।
ওই এলাকার সোয়াইব আনাস তালুকদার বলেন, ‘সত্যি এটা অবাক করার মতোই বিষয়। কৃষক দিদারের বাড়িতে গিয়ে গরুর বাচ্চাটিকে দেখে আমি খুব অবাক হয়েছি। এর আগে এ ধরনের ঘটনা এলাকায় কখনো ঘটেনি। বাচ্চাটি দেখতেও খুব সুন্দর ছিল। বাচ্চাটি সুস্থ আছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। সাধারণত হরমোনের সমস্যার কারণে এ ধরনের বাচ্চা হতে পারে। তবে অনেক সময় গাভী গর্ভাবস্থায় ইউরিয়া জাতীয় কোনো কিছু খেয়ে থাকলেও এ ধরনের সমস্যা দেখা যায়।’