বাঁশখালীতে উপজেলা জামায়াত যুব বিভাগের বিজয় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার জলদী মিয়ার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের গেট থেকে শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়কের দারোগা বাজার গিয়ে শেষ হয় বর্ণাঢ্য র‌্যালিটি। বাঁশখালী উপজেলা যুব বিভাগ এর আয়োজন করে।

র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। এখনো বঞ্চিত রয়েছে যা আমরা দেখতে দেখতে পদার্পণ করেছি স্বাধীনতার ৫৪ বছরে।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার মূল কথা ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করা কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন বাকশাল স্বৈরশাসক এদেশের মানুষের মধ্যে এক বিভেদের দেয়াল চাপিয়ে দিয়ে এই জাতিকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আমরা চাই স্বাধীনতার ৫৪ বছরে এসে নবদিগন্তের যাত্রা শুরু হোক। তার প্রথম সূচনা হতে হবে ২৪ শে যারা হত্যাকাণ্ড চালিয়েছে এর মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেফতারের মধ্য দিয়ে। তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।’

উপজেলা যুব বিভাগের সভাপতি মো. খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ্ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোক্তার হোসেন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হোবাইবুল ইসলাম প্রমূখ।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বসতঘরে প্রবেশ করে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত মো.নাহিদ হোসেন (২৩) উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর

সিরাজগঞ্জে ১২ কেজি গাঁজাসহ  এক মাদক ব্যবসায়ী আটক

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে ১২ কেজি গাঁজাসহ আসাদ মিয়া (৪৮) নামের ওক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলার থানা পুলিশ। জানা যায়, পুলিশ সুপার আরিফুর

বাংলাদেশের সব কূটনীতিকদের ফিরিয়ে আনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: হাইকমিশনারসহ সব কূটনীতিকদের ঢাকায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। একই সাথে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলাকে সন্ত্রাসী কার্যক্রম

দেশের সব নাগরিকের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে: প্রধান বিচারপতি

সিরাজগঞ্জ জজকোর্টে নয়কুঞ্জের বিশ্রামাগার উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন,বাদী, আসামিসহ দেশের সব নাগরিকের ন্যায্য বিচার

দেশের ২৪ শতাংশ বাসের ফিটনেস নেই’

নিজস্ব প্রতিবেদক: সড়কে বাণিজ্যিকভাবে চলাচলকারী প্রত্যেকটি বাসের জন্য নিবন্ধন ও ৩ ধরণের সনদ বাধ্যতামূলক থাকলেও ৪০.৯ শতাংশ বাস কর্মী ও শ্রমিকদের মতে, সংশ্লিষ্ট কোম্পানির এক

কর্তৃপক্ষের স্বেচ্ছাচারি আচরণ: সিনিয়র সাংবাদিকরা একে একে প্রতিদিনের বাংলাদেশ ছাড়ছেন

ঠিকানা টিভি ডট প্রেস: রংধনু গ্রুপের মালিকানাধীন দৈনিক পত্রিকা প্রতিদিনের বাংলাদেশে অস্থিরতা এখন চরমে। কর্মীরা একে একে পত্রিকাটি ছেড়ে যাচ্ছেন। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, সম্পাদক