শিব্বির আহমদ রানা,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের উদ্যোগে বাঁশখালী উপজেলার সাধনপুর চান পাহাড় মডেল মাঠে আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সাধনপুর চান পাহাড় মডেল মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু নাছের।
খেলার শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আবু নাছের সকল দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের যুবসমাজকে মাদক সহ সকল প্রকার অনৈতিক কাজ থেকে বিরত রাখতে সবসময় খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠানের বিকল্প নাই। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসুক এমনটা প্রত্যাশা করছি।’
চট্টগ্রাম জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আইয়ুবুল ইসলামের সভাপতিত্বে জেলা ছাত্র আন্দোলন ও ক্রিড়া সম্পাদক ছাত্রনেতা রিয়াজুল হক তালুকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক ফরমানুর রহমান জাহিন, বাঁশখালী থানা উত্তরের সভাপতি মো. আলী হোসাইন, আনোয়ারা শহর শাখার সভাপতি শোয়াইবুুল ইসলাম মোরশেদ।
উদ্বোধনী প্রীতিম্যাচ খেলায় প্রতিযোগী দল ছিলেন ছাত্রশিবির বাঁশখালী উত্তর বনাম ছাত্রশিবির আনোয়ারা উপজেলা। উভয় দলে মোট ১১ জন করে খেলোয়াড় অংশ নেয়। ৫০ মিনিটের নির্ধারিত খেলায় ৩-২ গোলে জয় পায় বাঁশখালী উত্তর শাখা ফুটবল টিম।