বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় তিন বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়ীর মালামাল সহ সব পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের উত্তর পুকুরিয়া ৯ নম্বর ওয়ার্ডের সৈয়্যদ আহমদের বাড়িতে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার সৈয়্যদ আহমদের পুত্র নুরুল ইসলাম, মো. কাউছার, আব্দুল হাকীম।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুনর রশিদ জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থে গিয়েছি। লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। এতে একটি সেমিপাকা ও দুইটি বেড়ার (বাঁশের) ঘর পুড়ে যায়। ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।’
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর টিম লিডার নুরুল বাশার বলেন, ‘পুকুরিয়ায় বসতঘরে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা বের হয়েছি। গুনাগরি পর্যন্ত পৌঁছালে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানান। পরে আমরা চলে আসি।