নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী গ্রহণ করা বন্ধ করার ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রোববার (১ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবী সংস্থাটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকে এক পোস্টে আস-সুন্নাহ ফাউন্ডেশন বলেছে, বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী গ্রহণ করা আমরা বন্ধ করে দিয়েছি। শুকনো খাবার, পানি, পোশাক ইত্যাদি সব ধরনের ত্রাণসামগ্রী আমাদের অফিসে না আনার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।’
ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়। এরপর থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণ সংগ্রহের পাশাপাশি নগদ অনুদান সংগ্রহ করা হচ্ছিল। তবে বন্যা কমে আসায় ত্রাণসামগ্রী সংগ্রহ বন্ধ করল সংস্থাটি।’