‘বছরজুড়েই থাকবে নির্বাচন, প্রস্তুত ইসি’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ নির্বাচনের আমেজ দিয়ে শেষ হলো ২০২৩ সাল। নতুন বছরের প্রথম সপ্তাহেই হয়েছে ভোটের উৎসব। আর ২০২৪ জুড়েই থাকছে ভোটের আমেজ। এর মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনগুলো হলো- ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনে, ৯ মার্চ কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ স্থানীয় সরকারের ২৩৩ প্রতিষ্ঠানে। এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের পর থেকেই শুরু হচ্ছে উপজেলা নির্বাচন। জুলাই থেকে অন্যান্য স্থানীয় নির্বাচনগুলোও হতে চলেছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসুত্রৈ এসব তথ্য জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বছরের শুরুতে সংসদ নির্বাচন শেষ ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি’) যে কোনো সময় এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর মার্চে রোজার মধ্যে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে ইসিতে। আগামী ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে ৯ মার্চ কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচন; ময়মনসিংহ সিটিতে সাধারণ নির্বাচন এবং একই দিনে ২৩৩ স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে ভোটের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এ ছাড়া মার্চে রোজার মধ্যে তফসিল ঘোষণা হবে উপজেলা নির্বাচনের। পরে চার-পাঁচ ধাপে এ নির্বাচন শেষ করেই অন্যান্য আটকে থাকা নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে ২০২৪ সালকে নির্বাচনি বছর হিসেবেই দেখছে ইসি। নির্বাচন কমিশন আটকে থাকা বিভিন্ন নির্বাচনের তালিকা তৈরি করছে। এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে এক যুগ থেকে আটকে থাকা নির্বাচনও শেষ করেছে। তাই আগামীতে ইউনিয়ন; পৌরসভা; জেলা পরিষদে যেসব নির্বাচন আটকে আছে সেগুলো করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা নিয়ে ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, আমরা তফসিলের প্রস্তাবনা কমিশনে উঠাব। কমিশন অনুমোদন দিলে তফসিল ঘোষণা হবে। বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন।

৯ মার্চ ২৩৩ প্রতিষ্ঠানে ভোট: আগামী ৯ মার্চ ভোটের তারিখ রেখে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। একই সঙ্গে ৯ মার্চ সাধারণ ও উপনির্বাচন মিলে স্থানীয় সরকারের ২৩৩টি ছোট বড় নির্বাচন হবে। ইসির কর্মকর্তারা জানান, ৯ মার্চ যেসব ভোট হবে, তার মধ্যে সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন একটি, সিটি শূন্য পদে উপনির্বাচন চারটি, পৌরসভা সাধারণ নির্বাচন তিনটি, উপনির্বাচন ১৫টি, ইউপি সাধারণ নির্বাচন ১৩টি, উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে উপনির্বাচন ৭টি।’

এছাড়াও জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় সেদিন সাধারণ নির্বাচন হবে। জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাকি সব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। সিটি, পৌরসভা ও জেলা পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং ইউপি নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। এদিকে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা গেলে ইসি ভোট স্থগিত করেছিল। এতে করে ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়। গত ২৬ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরে এ নির্বাচনি এলাকায় প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন ওই দিন এ নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাবিতে পিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা শ্যুটার শামীমের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনিতে নিহত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ‘শ্যুটার শামীম’ খ্যাত শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার গণপিটুনিতে মৃত্যুর পর তার মরদেহ রাজধানীর

কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর)। এ বিষয়ে প্রজ্ঞাপন

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

থাকছে না ফ্যাক্টচেকার, বাড়বে রাজনৈতিক কনটেন্ট: জাকারবার্গ

অনলাইন ডেস্ক: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকার থাকবে না, সেন্সরশিপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজনৈতিক কনটেন্ট

অনলাইনে মিলবে বিএসএমএমইউর বহির্বিভাগের টিকিট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগের টিকিট অনলাইনেই পাওয়া যাবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগের রোগীরা যাতে

ইরানে ইসরায়েলের হয়ে কাজের অভিযোগে ৭০০ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরানে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে