আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বঙ্গোপসাগ‌রে ফিশিং বোটে ডাকা‌তি ধৃত ইলিশসহ জাল লুটপাটের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় ঢাকা উত্তরা সিটি কর্পোরেশন এলাকার মো. আক্তার হোছাইন এর মালিকানাধীন এফ.বি মা বাবার দোয়া ফিশিং বোটে দুধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন ঘটিভাঙ্গা এলাকার এফ.বি মারুফ ফিশিং বোটের মালিক আব্দুচ ছবুরের বিরুদ্ধে। এ ঘটনার অভিযোগে ভুক্তভোগী মো. আক্তার হোছাইন বাদী হয়ে আব্দুচ ছবুরসহ ৯জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজহার দায়ের করেন।

গত ৩১ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে সোনাদিয়া দ্বীপ থেকে ৫০ মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাত আব্দুচ ছবুরের নের্তৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বোট ডাকাতি করে ৬০ পিচ জাল, ১০/১২ লক্ষ টাকার ধৃত ইলিশ মাছ লুট করে নিয়ে যায়। এ সময় বোটে থাকা ১৭ জন মাঝিমাল্লাকে বেধড়ক মারধর করে বোটের ইঞ্জিন বিকল করে দেয়।

বাদীর এজহার সূত্রে জানা যায়, ‘গত ২০ আগষ্ট পটুয়াখালী মহিপুর ঘাট হতে মো. আক্তার হোছাইনের মালিকানাধীন এফ.বি মা বাবার দোয়া ফিশিং বোটটি মাছ ধরার ৬০পিচ জালসহ রসদপত্র নিয়ে বোটের মাঝি শহিদুল্লাহর নের্তৃত্বে ১৭ জন মল্লা সহ বঙ্গোপসাগরে ১১ দিন ধরে মাছ শিকার করে কক্সবাজার ফিশারী ঘাটের উদ্দ্যেশ্যে রাওয়ানা দেন। ৩১ আগস্ট মাছ বোঝাই বোটটি সোনাদিয়া দ্বীপের দক্ষিণে পৌঁছালে পূর্ব থেকে উৎপেঁতে থাকা এফ.বি মারুফ ফিশিং বোটের মালিক আব্দুচ ছবুর ডাকাতসহ তার সহযোগীরা অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতি করে। এ সময় আক্তারের মালিকানাধীন বোটের মাঝিমাল্লাসহ ১৭ জনকে ওই বোটের মেশিন ঘরে আটকে রেখে মারধর করে ১৪টি মোবাইল ছিনিয়ে নেয়।

বোটের মালিক আক্তার হোছাইন অভিযোগ করে আরো বলেন, আসামীরা আমার বোটটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে নজিরার টেকের কাছাকাছি এনে ফিশিং বোটে ধৃত ১০/১২ লক্ষ টাকা মূল্যের ইলিশ মাছ ও ২৫ লক্ষ টাকা মূল্যের ৬০ পিচ জাল লুট করে নিয়ে যায়। এ সময় তারা আমার বোটের ইঞ্জিনে আঘাত করে বিকল করে সাগরে ফেলে মহেশখালী ঘাটের দিকে রাওয়ানা দেয়।

পরে ডাকাতমুক্ত হয়ে সারারাত সাগরে ভাসতে থাকে আমার মাঝিমাল্লা। পরদিন সকাল বেলায় অনেক চেষ্টায় বোটের ইঞ্জিন চালু হলে মাঝিমাল্লা সহ বাঁশখালী থানাধীন খাটখালী ঘাটে পৌঁছান। এ বিষয়ে পরদিন কক্সবাজার সদর মডেল থানায় আমি বাদি হয়ে অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান মুঠোফোনে বলেন, ‘বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপে বোট ডাকাতির বিষয়ে কেউ অভিযোগ দিয়েছে কিনা তা দেখে জানাতে পারবো। আমি একটি প্রোগ্রামে আছি। তবে অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২ দিনের সফরে ঢাকায় আসছেন অস্ট্রোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার (২১ মে’) ঢাকায় আসচেন অস্ট্রোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ধারনা করা হচ্ছে এই সফরে ইন্দো-প্যাসিফিক কৌশলগত জোট বা কোয়াডের গুরত্বপূর্ণ সদস্য দেশটির

“ঢাবিছাত্র” পরিচয় দেয়ার পর বান্ধবীসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে থানায় দিল বিক্ষুব্ধরা

ঠিকানা টিভি ডট প্রেস: বান্ধবীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে সাধারণ শিক্ষার্থীদের সন্দেহ হলে জেরার মুখে পড়তে হয় তাদের।

শিয়া ও সুন্নি সংঘর্ষে পাকিস্তানে নিহত ৩০

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম অঞ্চলে স্থানীয় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ দিন আগে খাইবার

যুক্তরাজ্যে থাকলে রাজনীতি করতে পারবেন না তারেক?

নিজস্ব প্রতিবেদক: তারেক জিয়ার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে যোগাযোগ রয়েছে। বিশেষ করে অপরাধ

স্বামী তালাক দেবেন, তাই কন্যাসন্তান রেখেই পালিয়ে গেলেন সেই মা’

ঠিকানা টিভি ডট প্রেস: দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার আশা পুত্র সন্তানের। তৃতীয়বার যদি কন্যাসন্তানের জন্ম হয় তাহলে তালাক দেবেন স্বামী।

রোডমার্চের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি: কাদের

রোডমার্চের নামে বিএনপি জনগণের কাছে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি