নিজস্ব প্রতিবেদক: বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম’ এমন চিরকুট লিখে এক শিক্ষক আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামের মো. খালেক খানের ছেলে নজরুল ইসলাম (৩২) নিজ বাড়ির পুকুর পাড়ের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নজরুল আমতলী সদর ইউনিয়নের খলিয়ান নামকস্থানের ছোবাহান বিশ্বাস কিন্টার গার্টেন বিদ্যালয়ে খণ্ডকালিন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী খাদিজা বেগমের সাথে দেড় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দেড় মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবারিক সূত্রে জানা যায়, অর্থনৈতিক সংকটের কারণে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হওয়া নজরুল আর ফিরে আসেননি। পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।’
নজরুলের স্ত্রী খাদিজা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, তার সাথে কোন ঝামেলা ছিল না। কিন্তু কেন স্বামী এমন পদক্ষেপ নিলেন তা তিনি বুঝতে পারছেন না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। চিরকুটটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।’