বইমেলায় থাকছে কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির গল্পগ্রন্থ ‘নীল সমাধির স্মৃতি’

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তাঁর অনন্য গল্পগ্রন্থ ‘নীল সমাধির স্মৃতি’। বইটির লেখক ‘কবি ও কথাসাহিত্যিক’ জসিম উদ্দিন মনছুরি। বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান গলুই প্রকাশন। এবারের ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে।

এ গল্পগ্রন্থ সম্পর্কে লেখক মনছুরি বলেন, ‘এই গল্পগ্রন্থে সমকালীন জীবনধারা ও সমাজবাস্তবতায় ক্ষয়িষ্ণু মূল্যবোধ, পচনশীল ও অবনমনশীল মানবিকতার বিকার, জীবন-সংগ্রামের বহুবর্ণিল জীবন ও সমাজচিত্র তুলে ধরার চেষ্টা করেছি। জমিদারের রক্ত স্নাতক দহলিজ, দেহ প্রসারীনি, তেতুমিয়া, নসু চেয়ারম্যান, ভাগ্যের হেলা, নীল সমাধির স্মৃতি, সম্প্রীতির দ্বন্দ্ব, কবির অব্যক্ত কথা সহ বইটিতে বারোটি গল্প স্থান পেয়েছে। আশা করি ‘নীল সমাধির স্মৃতি’ বইটি পাঠকের ভালো লাগবে।’

বইটি সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘এ গল্পগ্রন্থে বিশেষ করে সমুদ্র-উপকূলবর্তী জনপদের লোকায়ত জীবন-সংস্কৃতি, লোকায়ত জীবন থেকে উৎসারিত লোকভাষা ব্যবহার, চরিত্র ও সংলাপ সৃষ্টির অসাধারণ নান্দনিক সক্ষমতা তাঁর গল্পগুলোকে ভিন্নমাত্রা দান করেছে। গল্পে প্লট, কাহিনি, ভাষা ও পরিবেশ রচনায় কিংবা জীবনদর্শন উপস্থাপনে মনজুরির মুন্সিয়ানা চোখে পড়বার মতো। বিষয় ও গল্পবুননে গল্পকার অভিনব শিল্পবোধ ও সমাজমনস্কতার পরিচয় দিয়েছেন এবং মানুষ ও সমাজের প্রতি থেকেছেন দায়বদ্ধ।’

‘নীল সমাধির স্মৃতি’ বইটির প্রচ্ছদ করেছেন কাজী হক। প্রকাশক কাজী সাইফুল হক, গলুই প্রকাশন। বইটির প্রচ্ছদ মূল্য ২৫০ টাকা। অমর একুশে বইমেলায় গলুই প্রকাশনার স্টলে বিশেষ ছাড়ে পাওয়া যাবে বইটি।

নীল সমাধির স্মৃতি (২০২৪) সহ এ পর্যন্ত লেখকের পাঁচটি বই বইমেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত অন্যান্য বইসমূহ- মিশ্র মিতালি (কাব্যগ্রন্থ-২০২১), রিক্তদহন (কাব্যগ্রন্থ-২০২১), বিম্বিত প্রতিচ্ছবি (গল্পগ্রন্থ-২০২২), আদি-অন্ত (উপন্যাস-২০২৩) যন্ত্রস্থ।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় অঞ্চল গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের মৌলানা মোহাম্মদ আলীর বাড়িতে ১ ফেব্রুয়ারি ১৯৮৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি। বাবা মৌলানা মোহাম্মদ আলী ও মা আয়েশা খাতুন। তিনি বাবা-মায়ের তৃতীয় সন্তান। কৃতিত্বের সাথে তিনি বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া মাদরাসা থেকে দাখিল ও আলিম এবং চট্টগ্রাম কলেজ থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরে তিনি চট্টগ্রাম দারুল ইরফান একাডেমিতে কিছুদিন শিক্ষকতা করেন। ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে নিয়োগপ্রাপ্ত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন। কলেজ জীবন থেকেই কবিতার সঙ্গে তাঁর গৃহস্থালি। সমসাময়িক বিষয় নিয়ে লেখালিখি করেন আঞ্চলিক ও জাতীয় গণমাথ্যমে। লিটলম্যাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি ধারাবাহিক সামাজিক নানা অসঙ্গতি নিয়ে অব্যাহত রেখেছেন লেখালেখি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার রাফিউলের বাবা বলেন- আমার ছেলে যে জঙ্গি হবে এটা বিশ্বাস করতে পারছি না

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা চৌদ্দ বছর দেশের বাইরে থেকে উপার্জন করেছেন। এরপর নিজ বাড়ি যমুনায় ভেঙ্গে গেলে বাসাভাড়া নিয়ে শহরে থেকে ছেলেকে পড়িয়েছেন’। সেই ছেলে জঙ্গি

২৮৬ বিয়ে করা জাকিরের বিষয়ে এবার যা জানালেন গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: ১৪ বছরে প্রতারণার মাধ্যমে ২৮৬ বিয়ে করে আলোচিত জাকির হোসেন বেপারি তার গ্রামে একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার জাকির

প্রেমের টানে নাটোরে চীনের যুবক, ধর্মত্যাগ করে বিয়ে

নিজস্ব প্রতিবেদক: মোবাইল অ্যাপসে (উই চ্যাট) মাধ্যমে নাটোরের মেয়ে ফাতেমার সাথে ৬ মাস আগে পরিচয় হয় চীনের সাং সাইয়ের বাসিন্দা লি সি জাংয়ের। এরপর শুরু

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুদ্ধি অভিযান

নিজস্ব প্রতিবেদক: বেনজীর আহমেদের ঘটনার পর সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরকার নতুন করে দুর্নীতিবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে। দুর্নীতির ব্যাপারে হার্ড লাইনে গেছে সরকার।

দলবাজ ছাত্র-শিক্ষকদের ক্যাম্পাসে দেখতে চাই না: প্রধান উপদেষ্টাকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলীয় ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে ক্যাম্পাসে দেখতে চান না বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (৮ সেপ্টেম্বর’)

জমজমের পানি পানে নতুন নির্দেশনা সৌদি সরকারের

ঠিকানা টিভি ডট প্রেস: জমজমের পানি পানের জন্য কিছু নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র কাবা ও মসজিদে