ফরিদপুরের সালথায় ফোন নাম্বার না দেয়ায় পরীক্ষা দিয়ে ফেরার পথে কয়েকজন ছাত্রীকে পিটিয়েছে বখাটে ছাত্ররা। হামলা ঠেকাতে গিয়ে বেশ কয়েকজন ছাত্রও হামলার শিকার হয়।
এরা সবাই দাখিল পরীক্ষার্থী ছিল। খবর পেয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ছাত্রীদের উদ্ধার করে তাদের বাড়িতে পৌঁছে দেন।
হামলার শিকার ছাত্র-ছাত্রীরা হলেন, রুকসানা আক্তার, রুমি খানম, মেহেবুবা আকতার, সুমাইয়া আক্তার, মীম খাতুন, জুলেখা আকতার, ডলি আকতার, মো. হামিম ফকির ও রিয়াজুল ইসলাম। তারা সবাই উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগজ ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।
এসব ছাত্র-ছাত্রীরা সালথা সরকারি কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।
হামলার শিকার জগজ ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র হামিম ফকির বলেন, আমরা পরীক্ষা দিয়ে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে সোনাপুর মোড়ে আমাদের গাড়ি থামায় দুটি ছেলে। তারা প্রথমে অটোরিকশার চাবি ছিনিয়ে নেয়।
পরে গাড়িতে থাকা ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কিছু সময় পর ওই ছেলে দুটির সাথে স্থানীয় কয়েক যুবক ও মাঝারদিয়া মাদরাসার ছাত্ররা যোগ দিয়ে আমাদের ওপর হামলা চালায়।