ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক চবি ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে পোস্ট দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১০-১১ সেশনের সাবেক শিক্ষার্থী মান্না দে (৩২) আত্মহত্যা করেছেন। বুধবার (২২ মে) সদর থানার চন্দ্র দিঘলিয়া ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মান্না দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের পদার্থবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। পরে তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন।

মৃত্যুর আগে গতকাল মঙ্গলবার (২১ মে’) রাতে মান্না দে মাইগ্রেনের ব্যথা নিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘প্রতিনিয়ত মস্তিষ্কের নিউরনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। মাইগ্রেন এক অভিশাপের নাম। মাইগ্রেনের কাছে হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি পরাজিত।’

তার সহকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেল গণমাধ্যমকে বলেন, ‘মান্না দে মেধাবী ছাত্রনেতা ছিলেন। সরকারি পরীক্ষায় কৃতকার্য হয়ে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন। আজ জানতে পেরেছি, তিনি আত্মহত্যা করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘বুধবার দুপুরে সংবাদ পেয়ে গোপালগঞ্জ থানার চন্দ্র দিঘলিয়ায় একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তার মরদেহটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আপাতত মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ ইস্যুতে করিমগঞ্জে বিক্ষোভ, জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সিলেট লাগোয়া ভারতের আসামের গুরুত্বপূর্ণ জেলা শহর করিমগঞ্জ। সেখানে বাংলাদেশ ইস্যুতে বিক্ষোভ করেছে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন। বিক্ষোভকারীরা সিলেটের জকিগঞ্জ

ভুল লাঠিচার্জের ঘটনায় পতাকা বিক্রেতাকে সেনাবাহিনীর ১ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের

ড.ইউনূসের দণ্ড স্থগিতের আদেশ অবৈধ: হাইকোর্ট’

নিজস্ব প্রতিবেদক: শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ৬ মাসের কারাদণ্ডের রায় স্থগিতের আদেশ অবৈধ

নির্বাচন কমিশনে বিক্ষোভের মুখে বন্ধ হওয়ার পথে এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে স্থানান্তর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের

নতুন বাংলাদেশে’ জাতীয় কবির সাংবিধানিক স্বীকৃতি আসুক 

ছাত্র জনতার অভ্যুত্থানের পাতায় পাতায় কবি কাজী নজরুল ইসলামের কাব্য, সঙ্গীত, দর্শন ছিল বসুধায় নব অভিযান পরিচালনায় মন্ত্রবল। তিনি সব সময়-কালের প্রাসঙ্গিক কবি বলে তার