
মোঃ আবু রায়হান,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহে ফুলপুরের বালিয়া গ্রামের প্লাবন মিত্র (মানিক) এর দ্বিতীয় মেয়ে টিটলি (১৩)পূজা দিতে গিয়ে প্রদীপের আ’গুনে দেহ জ্বলসে মৃ’ত্যুবরণ করেছে।
সে ময়মনসিংহের পন্ডিত পাড়া প্রগ্রেসিভ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
ঘটনাটি ঘটে গত ২৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুর ঘরে সন্ধ্যা পূজা দিতে গিয়ে প্রদীপের আ’গুনে দেহ জ্ব’লছে যায়। তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফাড করা হয়।
গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় বার্ন ইউনিটেসে মৃত্যুবরণ করে। আজ ৮ মার্চ শুক্রবার দুপুরে বালিয়া গ্রামে তার মরদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।